GT vs SRH LIVE Score: সানরাইজার্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়, পয়েন্ট টেবিলে প্রথম চারে উঠে এল গুজরাত টাইটান্স

IPL 2024, GT vs SRH LIVE Score: তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুইবার ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স, একবার জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ABP Ananda Last Updated: 31 Mar 2024 06:55 PM
GT vs SRH Live: জয় গুজরাত টাইটান্সের

ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করলেন ডেভিড মিলার। সানরাইজার্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স।

GT vs SRH Live: শেষ ওভারে ১ রান প্রয়োজন গুজরাতের

শেষ ওভারে ১ রান প্রয়োজন গুজরাত টাইটান্সে। 

GT vs SRH Live: ৫ ওভারে গুজরাতের প্রয়োজন ৪৯ রান

শেষ ৫ ওভারে গুজরাতের জয়ের জন্য প্রয়োজন ৪৯ রান। ক্রিজে আছেন মিলার ও সুদর্শন। হাতে ৫ উইকেট। 

GT vs SRH Live: ৭ ওভারে গুজরাতের স্কোর ৯৮/২

১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৮ রান বোর্ডে তুলল গুজরাত টাইটান্স। মিলারদের শেষ ৭ ওভারে ৬৫ রান প্রয়োজন ম্য়াচ জিততে।

GT vs SRH Live: আউট গিল

গুজরাত টাইটান্সের দ্বিতীয় উইকেটের পতন। মারকাণ্ডের বলে ৩৬ রান করে ক্যাচ আউট হয়ে গেলেন শুভমন গিল।

GT vs SRH Live: আউট ঋদ্ধিমান

গুজরাতের প্রথম উইকেটের পতন। ১৩ বলে ২৫ করে প্যাভিলিয়নে ফিরলেন ঋদ্ধিমান সাহা। 

GT vs SRH Live: ৩ ওভারে গুজরাতের স্কোর ২৫/০

রান তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ২৫ রান বোর্ডে তুলে নিল গুজরাত টাইটান্স।

GT vs SRH Live: ২০ ওভারে সনরাইজার্সের স্কোর ১৬২/৮

শেষ ওভারে মাত্র ৩ রান দিলেন। মোহিত শর্মা তুলে নিলেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলল সানরাইজার্স।

GT vs SRH Live: শেষ ওভারে হ্যাটট্রিকের হাতছানি মে্াহিতের সামনে

শেষ ওভারে পরপর ২ উইকেট নিলেন মোহিত শর্মা। পরপর ২ বলে ফেরালেন শাহবাজ ও ওয়াশিংটনকে। হ্য়াটট্রিকের হাতছানি মোহিতের সামনে। 

GT vs SRH Live: ১৫ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১২২/৫

প্যাভিলিয়নে ফিরলেন একে একে ক্লাসেব ও মারক্রাম। ১৫ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১২২/৫।

GT vs SRH Live: ১২ ওভারে সানরাইজার্সের স্কোর ৯০/৩

১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯০ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিজে আছেন মারক্রাম ও ক্লাসেন।

GT vs SRH Live: দ্বিতীয় ধাক্কা

নিজের প্রথম ওভারেই গুজরাত টাইটান্সকে সাফল্য় এনে দিলেন নুর আমেদ। অভিষেক শর্মাকে ১৯ রানে বোল্ড করলেন তিনি। দ্বিতীয় উইকেট হারাল সানরাইজার্স। সাত ওভার শেষে দুই উইকেটে স্কোর ৫৯। 

GT vs SRH Live: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে সানরাইজার্সের স্কোর এক উইকেটের বিনিময়ে ৫৬ রান। হেড ১৮ ও অভিষেক শর্মা ১৯ রানে ক্রিজে ব্যাট করছেন।

GT vs SRH Live Updates: প্রথম উইকেটের পতন

ওমরজ়াইয়ের বলে ১৬ রানে আউট হলেন ময়ঙ্ক আগরওয়াল। পাঁচ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৪১/১।

GT vs SRH Live: এক ওভারে ১১ রান

ইনিংসের প্রথম ওভারে আজমাতুল্লাহ ওমরজ়াইয়ের বিরুদ্ধে ১১ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভি হেড ১০ ও ময়ঙ্ক আগরওয়াল এক রানে ব্যাট করছেন। 

GT vs SRH Live Updates: অপরিবর্তিত সানরাইজার্স

সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে চলেছেন। গুজরাত টাইটান্সের দলে দুই বদল ঘটানো হয়েছে। স্পেনসর জনসন এবং সাঈ কিশোরের বদলে নুর আমেদ ও দর্শন নলকাণ্ডে দলে এলেন।

GT vs SRH Live: টস জিতলেন কামিন্স

টসে জিতে গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। 

GT vs SRH Live Updates: নজরে ব্যাটার গিল

অধিনায়ক শুভমন গিল এই মরশুমে গজরাতের হয়ে দুই ম্যাচে যথাক্রমে ৩১ ও আট রান করেছেন। তেমন ছন্দে দেখায়নি তাঁকে। তিনি ঘরের মাঠে আজ কেমন খেলেন, সেইদিকে সকলের নজর থাকবে।    

GT vs SRH Live: মুখোমুখি লড়াই

মুখোমুখি লড়াইয়ে গুজরাত টাইটান্সস সানরাইজার্সের বিরুদ্ধে দুইটি ম্যাচে জিতেছে, সানরাইজার্স জয় পেয়েছে একটি ম্যাচে।

প্রেক্ষাপট

আমদাবাদ: দু'টো দলই একবার করে আইপিএল ট্রফি জিতেছে। দুটো দলই এবার নতুন অধিনায়কের অধীনে খেলতে নেমেছে টুর্নামেন্টে। দুটো দলই চলতি টুর্নামেন্টে দুটো করে ম্য়াচ খেলে একটিতে জয় পেয়েছে। আজ আইপিএলে (I[PL 2024) আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ (GT vs SRH)। নিজেদের প্রথম ম্য়াচে গুজরাত জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় ম্য়াচে সিএসকের বিরুদ্ধে হারতে হয় শুভমন গিলের দলকে। অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল সানরাইজার্স। 


নিজেদের ঘরের মাঠে খেলতে নামলেও গুজরাত টাইটান্সের চিন্তার কারণ হতে পারেন হেনরিচ ক্লাসেন। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও প্রায় একাই শেষ করে দিয়েছিলেন ম্য়াচ। কিন্তু পারেননি শেষ পর্যন্ত। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ৩৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেদিন ২৭৭ রান বোর্ডে তুলে ফেলেছিল সানরাইজার্স। যেই রান তাড়া করতে নেমে ম্য়াচ হেরে যায় মুম্বই। আগের ম্য়াচে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। যার সুবাদে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলেছিল সানরাইজার্স। এই তিন ব্যাটারকে আটকানোটা গুজরাতের বোলিং লাইন আপের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে। গুজরাত শিবিরে গিল ও ঋদ্ধি জুটির ওপর অনেকটা ম্য়াচ নির্ভর করবে। মিডল অর্ডারে ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া ও সাই সুদর্শনের দিকে তাকিয়ে থাকবে দল। বোলিং ডিপার্টমেন্টে শামির অনুপস্থিতিতে উমেশের ওপর পেস বোলিংয়ের নেতৃত্বভার থাকবে। এছাড়া রয়েছেন রাশিদ খান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.