Gujarat Titans vs Punjab Kings: লড়াই করেও শেষরক্ষা হল না, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রানে পরাজিত হল গুজরাত টাইটান্স
GT vs PBKS Live Updates: গুজরাত ও পাঞ্জাবের পাঁচ সাক্ষাৎকারে পাঞ্জাব দুইটি এবং গুজরাত তিনটি ম্যাচ জিতেছে।
শেষ বলে ছক্কা হাঁকালেন শাহরুখ খান। তবে কাঙ্খিত লক্ষ্যের থেকে ১১ রান আগেই থামল গুজরাত। ইনিংস শেষ করল ২৩২/৫।
১৫ ওভার শেষে গুজরাতের স্কোর ১৭৪/২। বাটলার ৪০ ও রাদারফোর্ড ২০ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ পাঁচ ওভারে আর ৭০ রানের প্রয়োজন।
অর্শদীপের বলে বাউন্ডারিতে শশাঙ্কের হাতে ক্যাচ দিয়ে বসলেন সাই সুদর্শন। ফিরলেন ৭৪ রানে। তবে ১৩ ওভারে দুই উইকেটে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল গুজরাত।
গিল ফিরলেও সাই সুদর্শন কিন্তু নিজের ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ইনিংসের মাঝপথেই শতরানের গণ্ডি পার করে গিয়েছে গুজরাত। ৩০ বলে নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেছেন সুদর্শন। ১১ ওভার শেষে স্কোর ১২১/১।
পাওয়ার প্লের শেষ ওভারে বড় শট মারতে গিয়ে ৩৩ রানে আউট হলেন শুভমন গিল। ছয় ওভার শেষে গুজরাতের স্কোর ৬১/১।
রেকর্ড রান তাড়া করতে নেমে গুজরাত টাইটান্সও শুরুটা ভালই করেছে। চার ওভার শেষে স্কোর ৩৬ রান। গিল ২০ ও সাই সুদর্শন ১৬ রানে ব্যাট করছেন।
৯৭ রানেই অপরাজিত থেকে গেলেন শ্রেয়স। শেষ ওভারে উঠল ২৩ রান। ২৪৩ রানে ইনিংস শেষ করল পাঞ্জাব।
১৮তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করে ফেলেছে পাঞ্জাব কিংস। বর্তমান স্কোর ২১০/৫। শতরানের দোরগোড়ায় শ্রেয়স আইয়ার।
পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই অর্ধশতরান হাঁকালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৭ বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৩৯/৪।
পরপর দুই বলে ওমরজ়াইকে ১৬ ও ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সাই কিশোর। ১১ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১০৫/৪।
নিজের অভিষেক ম্যাচে অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। তবে রশিদ খানের বলে ৪৭ রানেই থামল প্রিয়াংশ আর্যর ইনিংস। সাত ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৮৫/২।
দুই ইনিংসে দ্বিতীয়বার রাবাডার শিকার প্রভসিমরণ। তিনি পাঁচ রানে সাজঘরে ফিরলেন। তবে পাঞ্জাব পাঁচ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলেছে। পঞ্চম ওভারে উঠল ২১ রান।
দুই ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৬ রান। প্রিয়াংশ সাত ও প্রভসিমরণ পাঁচ রানে ব্যাট করছেন।
পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স পাঁচ বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে পাঞ্জাব দুইটি এবং গুজরাত একটি ম্যাচ জিতেছে।
শিশিরের কথা মাথায় রেখে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল।
প্রেক্ষাপট
আমদাবাদ: আইপিএলে (IPL 2025) ইতিমধ্যেই চার ম্যাচ খেলা হয়ে গিয়েছে। টুর্নামেন্টের চতুর্থ অন্তিম দুই দল যারা এখনও এক ম্যাচ খেলেনি, তারা একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। কারা তারা? তারা হল গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস (Gujarat Titans vs Punjab Kings)। দুই ফ্র্যাঞ্চাইজির জন্যই গত মরশুম বেশ হতাশাজনক পারফর্ম করে। যথাক্রমে অষ্টম ও নবম স্থানে শেষ করে তারা। এবার কি ভাগ্য়বদল ঘটবে?
পাঞ্জাব কিংস বিগত এক দশকে আইপিএলের প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়েছে। দলের নাম বদল থেকে কোচ বদল, কোন কিছুতেই লাভের লাভ হয়নি। নতুন মরশুমের আগে প্রীতি জিন্টার দল ফের একবার ঢেলে নিজেদের সাজিয়েছে। সাফল্যের লক্ষ্যে গত বারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের পিছনে প্রচুর টাকা ঢেলেছে পাঞ্জাব। তাঁর সঙ্গে কোচ হিসাবে রিকি পন্টিংকে নিয়োগ করা হয়েছে। এই অধিনায়ক-কোচ জুটি এর আগে দিল্লি ক্যাপিটালসকে খেতাব এনে দিতে না পারলেও, ধারাবাহিকভাবে ভালই পারফর্ম করেছিল দল। পাঞ্জাবেও কি এবার সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে?
ম্যাক্সওয়েল, স্টোইনিস, ইংলিসদের নিয়ে তৈরি পাঞ্জাব মিডল অর্ডারে বড় রান করার সমস্ত দক্ষতা রয়েছে। অর্শদীপ, যুজবেন্দ্র চাহাল, লকি ফার্গুসনরাও বল হাতে নিজেদের দিনে একাই ম্যাচ জেতাতে সক্ষম। তবে প্রতিপক্ষে যে গুজরাত টাইটান্স। ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাতের রেকর্ড বেশ ভাল। ১৬ ম্যাচ খেলে নয়টিতে জিতেছে গুজরাত। এই মাঠে অধিনায়ক শুভমন গিলের রেকর্ডও ঈর্ষণীয়। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, ওয়াশিংটন সুন্দর, রশিদ খানদের নিয়ে তৈরি বোলিং আক্রমণে বৈচিত্র এবং দক্ষতা দুইই রয়েছে।
তবে গুজরাতের চিন্তার কারণ হতে পারে দলের টপ অর্ডারের ওপর নির্ভরশীলতা। জস বাটলার, সাই সুদর্শন এবং গিল, তিনজনকে নিয়ে তৈরি টপ অর্ডার বেশ শক্তিশালী। তবে দলে মিডল অর্ডারে ফাঁক ফোকর রয়েছে। গ্লেন ফিলিপ্স আন্তর্জাতিক মঞ্চে বিধ্বংসী ব্যাটার হিসাবে নাম অর্জন করলেও, আইপিএলে তাঁর নিদর্শন নেই বললেই চলে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেখানে ঐতিহাসিকভাবে হাই স্কোরিং সেখানে এই মিডল অর্ডারের দুর্বলতা গুজরাতের জন্য চাপের হতে পারে। তবে দলের শক্তিশালী বোলিং ব্যাটিংয়ের দুর্বলতা খানিক ঢাকতে পারে কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -