আবু ধাবি: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলার কথা ছিল তাঁর। তবে চোটের জন্য কলকাতা নাইট রাইডার্সের পেসার সেই আলি খান কার্যত ছিটকে গেলেন আইপিএল থেকেই!


ত্রয়োদশ আইপিএলে কেকেআর এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচগুলোয় সুযোগ পাননি আলি। তাঁর চোট সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যারি গার্নির জায়গায় আলি খানকে দলে নিয়েছিল কলকাতা। চোট লাগায় টুর্নামেন্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে। যদিও কেকেআর-এর তরফে চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর বলেছেন, ‘আলি খানের পাশে রয়েছে দল। তাঁকে থেকে যেতে বলা হচ্ছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

টুর্নামেন্ট শুরুর আগেই কাঁধে চোট পেয়েছিলেন হ্যারি গার্নি। তাঁর পরিবর্তে নেওয়া হয় আলি খানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছিলেন আলি। আট ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। ইকনমি রেট ছিল ৭.৪৩। টুর্নামেন্টের পরের দিকে গূরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত তাঁর ভূমিকা।