আমদাবাদ: জন্মদিনেই বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার তাঁর ৩২তম জন্মদিন। সেদিনই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মদের বোতল হাতে একটি ছবি পোস্ট করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সঙ্গে লিখলেন, 'মাঝে মধ্যে ঠিক না হওয়াই ভাল। সুরা (ইমোজি দিয়ে বোঝানো) সব সময়ই সাহায্য করে।'


যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই কমেন্ট করেছেন, রাসেল একজন তারকা ক্রিকেটার এবং ভারতেও তাঁর অসংখ্য ভক্ত। কী করে তিনি এভাবে প্রকাশ্যে মদের বোতল হাতে ছবি দিতে পারেন! নেটাগরিকরা রীতিমতো ট্রোল করেছেন তাঁকে। লেখালিখি হচ্ছে যে, করোনায় গোটা দেশ যখন উথালপাথাল, আইপিএল খেলতে এসে প্যাট কামিন্স বিশাল অঙ্কের অর্থ দান করেছেন। আর কলকাতা নাইট রাইডার্সে কামিন্সেরই সতীর্থ কী করে এরকম ছবি দিচ্ছেন সেই সময়ে?


বিপরীত মতও রয়েছে। অনেকেই বলছেন, ভারতে মদ্যপান নিষিদ্ধ নয়। এমনকী করোনা আবহেও মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। সেখানে কেউ মদের বোতল হাতে ছবি দিলেই দোষ! অনেকে লিখেছেন, মদ্যপান কোনও অপরাধ নয়। তাই রাসেলের পোস্ট ঘিরে বিতর্ক অর্থহীন।


এদিকে, করোনা আবহে অনেক প্রশ্ন উঠলেও রমরমিয়ে চলছে আইপিএল। যদিও দর্শকশূন্য মাঠে হচ্ছে খেলা। এবং ক্রিকেটার, আম্পায়ার-সহ ম্যাচের সঙ্গে সরাসরি জড়িত সকলকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধের মধ্যে। এবার করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার - নীতিন মেনন ও পল রিফেল। এদের মধ্যে নীতিন ভারতীয়। আইসিসি-র এলিট প্যানেলে থাকা একমাত্র আম্পায়ার তিনি। সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে তাঁর আম্পায়ারিং সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত। সেই কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর। অন্যজন পল রিফেল অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় এখানকার সমস্ত উড়ান বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাই দোহা হয়ে তিনি দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।