চেন্নাই: চতুর্থ ম্যাচে এসে চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজ পেল সানরাইজার্স হায়দরাবাদ। এবং ডেভিড ওয়ার্নাররা ম্যাচ জিতলেন প্রতিপক্ষ পঞ্জাব কিংসকে রীতিমতো দুরমুশ করে। ৯ উইকেটে। পঞ্জাবের ১২০ রান তাড়া করে ৮ বল বাকি থাকতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল হায়দরাবাদ। ৫৬ বলে ৬৩ রান করে অপরাজিত রইলেন দুরন্ত ফর্মে থাকা জনি বেয়ারস্টো। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।


পরপর তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয় পঞ্জাব কিংসের। দলে ব্যাটসম্যানদের তালিকায় ক্রিস গেল, কে এল রাহুলের মতো নাম। বিশ্বক্রিকেটে যাঁদেরকে সমীহ করে না, এমন বোলার খুঁজে পাওয়া দুষ্কর। তার পরেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব প্রথমে ব্যাট করে আটকে গিয়েছিল মাত্র ১২০ রানে। পুরো ২০ ওভার শেষ হওয়ার আগেই। ১৯.৪ ওভারে ১২০ রানে অল আউট হয়ে যায় প্রীতি জিন্টার দল।


ব্যাট হাতে ব্যর্থ হলেন কে এল রাহুল (৬ বলে ৪ রান), ক্রিস গেল (১৭ বলে ১৫ রান)। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন ময়ঙ্ক অগ্রবাল ও শাহরুখ খান। ওপেন করতে নেমে ময়ঙ্ক ২৫ বলে ২২ রান করেন। আর পরের দিকে নেমে শাহরুখ ১৭ বলে দুটি ছক্কা মেরে ২২ রান করেন। এছাড়া পঞ্জাব ব্যাটসম্যানদের মধ্যে বলার মতো কেউই কিছু করেননি। যার নিট ফল, নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই শেষ পঞ্জাবের ইনিংস।


চেন্নাইয়ে টস জিতে প্রথম ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। যদিও সেই সিদ্ধান্তকে মর্যাদা দিতে ব্যর্থ পঞ্জাবের ব্যাটসম্যানেরা। বরং চিপকের মন্থর পিচে ছড়ি ঘোরালেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। সেরা খলিল আমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন খলিল। তাঁর শিকারের তালিকায় ময়ঙ্ক, শাহরুখ ও ফাবিয়েন অ্যালেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট অভিষেক শর্মার। ভুবনেশ্বর কুমার এক উইকেট পেলেও তিন ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে এক উইকেট আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের। একটি উইকেট পেয়েছেন সিদ্ধার্থ কৌল।


চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের নীচে থাকা দুই দলের লড়াই ছিল। পঞ্জাব কিংস তাদের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছিল। আর তিন ম্যাচের তিনটিতেই হেরে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবারের বড় জয় তাদের অভিযানকে কিছুটা হলেও অক্সিজেন জোগাল।