শারজা: ব্যাট হাতে তিনি বিশ্ব ক্রিকেটকে শাসন করেন। তবে শুধু টেস্ট বা ওয়ান ডে-তে নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও যে বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা, তা ফের একবার প্রমাণ হয়ে গেল সোমবার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরে নতুন এক কীর্তি গড়লেন বিরাট। দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০টি বাউন্ডারি মারার কৃতিত্ব অর্জন করলেন বিরাট।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে ৩৩ বলে ৩৯ রান করলেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। ক্রিজে সেট হয়ে গিয়েও সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে যান বিরাট।
তবে ৫টি বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে এক রেকর্ডের মালিক হলেন বিরাট। তিনি ৯০০টি বাউন্ডারি মারলেন টি-টোয়েন্টিতে। ভারতীয়দের মধ্যে যে নজির রয়েছে একমাত্র শিখর ধবনের।
সোমবার কোহলি ছাড়া আরসিবি ব্যাটারদের মধ্যে কিছুটা সফল দেবদত্ত পড়িক্কল (১৮ বলে ২১ রান)। এছাড়া আর কেউই বলার মতো রান পাননি।
শারজার মাঠ বেশ ছোট। এখানে চার-ছক্কার বন্যা বয়ে যেত এতদিন। এমনকী, ব্যাটারদের মিস হিটও অনেক সময় বাউন্ডারি পেরিয়ে যায়। যে কারণে এই মাঠে বড় রান ওঠে। তবে এবারের আইপিএলে শারজার পিচে খুব বড় রান হচ্ছে না। বল পড়ে কিছুটা থমকে ব্যাটে আসছে। যে কারণে সমস্যায় পড়ছে ব্যাটাররা। সোমবারই দেখা গেল সেই ছবি।
নারাইন ছাড়া কেকেআর বোলারদের মধ্যে ৩০ রানে ২ উইকেট লকি ফার্গুসনের। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন বরুণ চক্রবর্তী। শেষবার তিনি যখন আইপিএলে এক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন, ইংল্যান্ড বিশ্বকাপ জেতেনি। আফগানিস্তান ফের তালিবানদের কবলে চলে যায়নি। করোনা নামক কোনও অভিশাপ বিশ্বকে গ্রাস করেনি।
সালটা ছিল ২০১৫। তার ৬ বছর পর ফের আইপিএলে এক ম্যাচে ৪ উইকেট নিলেন সুনীল নারাইন। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন নারাইন। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। নারাইনের শিকারের তালিকা?
বিরাট কোহলি। কে এস ভরত। এ বি ডিভিলিয়ার্স। গ্লেন ম্যাক্সওয়েল। চারজনের মধ্যে তিনজন টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ত্রাস। কোহলি, এ বি বা ম্যাড ম্যাক্স একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
নারাইনের তাণ্ডবে টস জিতে প্রথমে ব্যাট করে কেকেআরের বিরুদ্ধে আরসিবি আটকে গেল ১৩৮/৭ স্কোরে।