মুম্বই: আইপিএলের আগের ১৪ মরসুমে গুজরাত থেকে কেন কোনও দল নেই, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এবার সেই আক্ষেপ পূরণ হয়েছে গুজরাতবাসীর। আইপিএলের আত্মপ্রকাশ করেছে সেই রাজ্যের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স (Gujrat Titans)। আজ থেকে টুর্নামেন্টে অভিযানও শুরু করতে চলেছে তারা। ঘরের ছেলে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) অধিনায়ক নির্বাচিত করেছিল আগেই দলটি। এরপর রশিদ খান, শুভমন গিল, মহম্মদ শামির মতো তারকাদের একে একে দলে নিয়েছে গুজরাত। অলরাউন্ডার ডিপার্টমেন্টে বিজয় শঙ্কর ও রাহুল তেওয়াটিয়ার মতো ক্রিকেটারকে দলে নিয়েছে গুজরাত। উইকেটের পেছনে দেখা যাবে বাংলার অভিজ্ঞ তারকা উইকেট কিপার ব্যাটার ও ভারতীয় টেস্ট দলের সদস্য ঋদ্ধিমান সাহাকেও।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ
শুভমন গিল, রহমনউল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, গুরকৃত সিংহ মন, ডেভিড মিলার, হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি
২ দলই এবারের টুর্নামেন্টে নতুন। ২ দলের তারকাখচিত প্লেয়ারে ভরা। কিন্তু টিম কম্বিনেশন কেমন হতে পারে, তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে শুভমন গিল ও আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজকে। গুজরাতের অধিনায়ক হিসেবে হার্দিক খেলতে নামবেন এদিন। জাতীয় দলের গ্রহ থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। এবারের আইপিএলে তাই নিজেকে ফের প্রমাণ করে জাতীয় দলে ফেরার রাস্তা মসৃণ করতে মরিয়া হার্দিক। ওয়াংখেড়েতে ম্যাচ। এই মাঠে প্রচুর ম্যাচ খেলেছেন হার্দিক। ফলে মনে করা হচ্ছে যে গুজরাতের হয়ে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামবেন তিনি। লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য রয়েছেন ডেভিড মিলার। পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। রয়েছেন কিউয়ি স্পিডস্টার লকি ফার্গুসন। এছাড়াও স্পিন বিভাগে চমক রশিদ খান।