মুম্বই: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির থেকে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরে যেন তাঁর পুনর্জন্ম হয়েছে। একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স। জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ারও অন্যতম সম্পদ তিনি।


তবে এবারের আইপিএল (IPL) শুরু হওয়ার আগে এখনও চোট নিয়ে জেরবার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর আঙুলের চিড় এখনও পুরোপুরি সারেনি বলেই খবর। এখনও বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ভারতীয় ক্রিকেটের 'স্কাই'য়ের। তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেননি। এদিকে ২৭ মার্চ, রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বইয়ের। সেই ম্যাচ খেলতে হলে ২৪ মার্চ শিবিরে যোগ দিতে হবে সূর্যকে। তারপর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে কাটাতে হবে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, সূর্যর রিহ্যাব শেষ হয়নি। তাই মুম্বইয়ের প্রথম ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না তিনি।


সূর্য না থাকলে সমস্যায় পড়বে মুম্বই। কারণ, তাদের ব্য়াটিং অর্ডারে তিন ভারতীয় তারকাই সেরা অস্ত্র। রোহিত, ঈশান কিষাণ ও সূর্য। তাই সূর্য না থাকলে শক্তিশালী দিল্লির বিরুদ্ধে সমস্যায় থাকবে মুম্বই শিবির।


হাতের হাড়ে চির ধরা পড়েছিল সূর্যকুমারের। সেই চোট এখনও পুরোপুরি সারেনি সূর্যকুমারের। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা কয়েক দিন আগে জানিয়েছিলেন, সূর্যকুমার এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে মুম্বইয়ের প্ৰথম ম্যাচে বিধ্বংসী ব্যাটারের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে আইপিএলের প্ৰথম ম্যাচ খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারে।


গত চার বছর ধরে সূর্যকুমার যাদব মুম্বইয়ের ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন। আইপিএল নিলামের আগে মুম্বইয়ের মতো তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি নিলামের টেবিলে না তুলে ধরে রেখেছিল তারকা মিডল অর্ডার ব্যাটারকে। ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যদের ছেড়ে দিলেও মুম্বই রিটেন করে সূর্যকুমার যাদবকে। কিষানকে পরে মুম্বই ইন্ডিয়ান্সও নিলাম থেকে রেকর্ড অর্থ খরচ করে কিনে নেয়। অন্যদিকে, হার্দিক গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হয়েছেন।


ঘটনা হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগেই টি-২০ সিরিজের সেরা হয়েছিলেন সূর্যকুমার। এমন তারকাকে একটা ম্যাচে বাইরে রেখে খেলাও মুম্বইয়ের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুরো টুর্নামেন্টের কথা মাথায় রেখে শুরুতেই আধাফিট সূর্যকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে রোহিত শর্মার মুম্বই। বোর্ড সূত্রে খবর, আইপিএলের দ্বিতীয় ম্যাচের আগেই সূর্যকুমার ফিট হয়ে উঠবেন। বোর্ডের এক কর্তা বলেছেন, 'মনে হয় দ্বিতীয় ম্যাচের আগে সূর্যকুমার ১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে যাবে।'