মুম্বই: আইপিএলের এবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরম্যান্স নিয়ে প্রত্যেকেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবার এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হারতে হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটিকে। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও হারের সম্মুখিন হতে হয়েছে। তবে ম্যাচের শেষে একটি দৃশ্য মন ছুয়ে গেল প্রত্যেকের। সচিন তেন্ডুলকর ও জন্টি রোডসের মুখোমুখি দেখা, যা ভাইরাল হয়ে সােশ্য়াল মিডিয়ায় -
সচিনের সঙ্গে সৌজন্য জন্টির
খেলার মাঠে একে অন্যের প্রতিপক্ষ ছিলেন। কিন্তু মাঠের বাইরে গত আড়াই দশকের ওপরে ২ জনের বন্ধুত্ব। ক্রিকেট ছাড়ার পরও যা এখনও অটুট। ২ জনেই তাঁদের নিজেদের জায়গায় সেরার সেরা। ব্যাটিংয়ে যদি বিশ্বের সেরা মানা হয় সচিন তেন্ডুলকরকে। তবে ফিল্ডিংয়ে নিঃসন্দেহে কিংবদন্তি জন্টি রোডস। ২ জনেই আইপিএলে কোচিং স্টাফ হিসেবে বর্তমানে কাজ করছেন। মুম্বইয়ের মেন্টর সচিন ও পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি রোডস।
গতকাল মুম্বই ও পাঞ্জাব ম্যাচ শেষে ২ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা যখন সারিবদ্ধভাবে একে অন্য়ের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন সচিনের সামনে আসতেই তাঁর পায়ে ছুয়ে প্রণাম করার চেষ্টা করেন জন্টি। পুরোটাই মজার ছলে, কিন্তু এই বিষয়টি মন ছুয়ে নিয়েছে বিশ্বের সব ক্রিকেটপ্রেমীদেরই। যদিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন সচিন সেই সময়। তিনি হাসতে হাসতে নিজেকে বারবার সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। পা ছুতে না পারলেও হাতজোর করে প্রণাম করেন জন্টি। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পঞ্চম হার মুম্বইয়ের
টুর্নামেন্ট শুরুর আগে কেউ হয়তো বিশ্বাসই করতে চাইতেন না। কিন্তু কার্যত অসম্ভবই যেন সম্ভব হয়ে উঠছে এবারের আইপিএলে (IPL)। টানা পাঁচ ম্যাচে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। যারা আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন। পাঞ্জাব কিংস তাদের হারিয়ে দিল ১২ রানে। পাঞ্জাবের ১৯৮/৫ স্কোর তাড়া করতে নেমে ১৮৬/৯ স্কোরে আটকে গেল মুম্বই। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল পাঞ্জাব। অন্যদিকে মুম্বই এখনও পয়েন্ট টেবিলের তলানিতে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশাও বাঁচিয়ে রাখতে হলে বাকি ৯ ম্যাচের আটটি জিততেই হবে মুম্বইকে। যা কার্যত অসম্ভব।