KKR Vs DC Live Updates : জ্বলে উঠলেন কুলদীপ, ৪৪ রানে দিল্লির কাছে হারল কেকেআর
IPL 2022 : মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে কেকেআর। অপরদিকে, ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ৩ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১ টিতে।
অলআউটের লজ্জা কেকেআরের। ১৭৪ রানে সব উইকেট হারিয়ে ৪৪ রানে দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচ হারল কেকেআর।
কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠলেন কুলদীপ যাদব। ম্যাচের ১৬ তম ও তথা কুলদীপের চতুর্থ ওভারে তিনটি উইকেট নিলেন কুলদীপ (৪/৩৫)। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৪৩ রান।
কেকেআরের ইনিংস টানছেন অধিনায়ক শ্রেয় আইয়ার ও নীতিশ রাণা। ১১ ওভারের শেষে ২ উইকেটে কলকাতার স্কোর ১০০ রান।
৯ ওভারে ২ উইকেটে ৭৪ রান কেকেআরের
৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান কেকেআরের
সাজঘরে ভেঙ্কটেশ, ৪ ওভারে ১ উইকেটে ৩৮ রান কেকেআরের
২ ওভারে বিনা উইকেটে ১৬ রান কেকেআরের
ছক্কা মেরে ইনিংসে ইতি। ২১৫ রানের বড় স্কোর খাড়া করল দিল্লি ক্যাপিটালস।
১৬ ওভারের শেষে ৪ উইকেটে ১৬২ রান দিল্লি ক্যাপিটালসের
১৫০ রানের গণ্ডি টপকাল দিল্লি ক্যাপিটালস। ১৪ ওভারের শেষে তাদের স্কোর ৩ উইকেটে ১৫১ রান।
পৃথ্বী শা'কে (৫১) বরুণ চক্রবর্তী সাজঘরে ফেরালেও জারি ডেভিড ওয়ার্নার-ঋষভ পন্থের জোড়ো ব্যাটিং। ১১ ওভারের শেষে ১ উইকেটে ১২৫ রান দিল্লির।
অর্ধশতরান পৃথ্বীর। ২৭ বলে ৭টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান টপকালেন দিল্লির ব্যাটার। ৮ ওভারের শেষে বিনা উইকেটে ৮৭ রান দিল্লি ক্যাপিটালসের।
প্রথম ৭ ওভারেই ৬ বোলার ব্যবহার শ্রেয়স আইয়ারের। কিন্তু কেকেআর বোলারদের বিরুদ্ধে মেজাজে ব্যাট চালাচ্ছেন পৃথ্বী-ওয়ার্নার। ৭ ওভারে বিনা উইকেটে ৭৩ রান দিল্লি ক্যাপিটালসের।
৬ ওভারে বিনা উইকেটে ৬৮ রান দিল্লি ক্যাপিটালসের
৪ ওভারের মধ্যে বিনা উইকেটে ৫০ রান দিল্লির
পৃথ্বী শার সুবাদে ঝোড়ো শুরু দিল্লি ক্যাপিটালসে। ৩ ওভারের শেষে বিনা উইকেটে ৩৪ রান ডিসি-র।
কেকেআরের হয়ে মুম্বই ম্যাচের প্রথম একাদশই দিল্লি ম্যাচেও। দিল্লি দলে একটি পরিবর্তন। আনরিখ নর্খের পরিবর্তে প্রথম একাদশে খলিল আহমেদ।
প্রেক্ষাপট
মুম্বই : মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসে ফুটছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের আজকের ম্যাচ শ্রেয়স আইয়ার (Sreyash Iyer) ব্রিগেডের সামনে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের (Rishav Pant) বিরুদ্ধে পরিসংখ্যানের বিচারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। এখনও পর্যন্ত দিল্লি-কলকাতা মুখোমুখি হয়েছে মোট ২৯ বার। যার মধ্যে কলকাতা ১৬ টি ও দিল্লি ১৩ টি ম্যাচে জিতেছে। শেষ ৫ ম্যাচের ৩টিতে কেকেআর ও ২টিতে ডিসি জিতেছে। ২০২১ সালে কলকাতা-দিল্লি ৩ ম্যাচে মুখোমুখি হয়েছিল। প্রসঙ্গত, দিল্লি দলের জার্সিতেই অধিনায়ক ও ব্যাটার হিসেবে উড়ান শুরু হয়েছিল শ্রেয়সের। আপাতত তিনি কলকাতার অধিনায়কের দায়িত্বে। আর দিল্লি নেতৃত্বের ভার দিল্লির ছেলে ঋষভের কাঁধে।
এবারের আইপিএলে
ছন্দে কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -