পুণে: কাল মাতৃ দিবস (Mother's Day 2022)। তার আগে আজ আইপিএল-এ (IPL 2022) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই ম্যাচে ক্রিকেটারদের মায়েদের শ্রদ্ধ জানানোর জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কে এল রাহুল, রবি বিষ্ণোই, আয়ুষ বাদোনিদের জার্সিতে থাকবে তাঁদের মায়ের নাম। এভাবেই মাকে শ্রদ্ধা জানাবেন লখনউয়ের ক্রিকেটাররা।


রাহুলদের জার্সিতে মায়ের নাম


আজ লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে ট্যুইটারে ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সব ক্রিকেটারের জার্সিতে তাঁদের মায়েদের নাম লেখা আছে। আজ এই জার্সি পরেই খেলতে নামবেন রাহুলরা।


আজ কেকেআর বনাম লখনউ


চলতি আইপিএল-এ আজই প্রথম মুখোমুখি হচ্ছে কেকেআর ও লখনউ। এবারই প্রথম আইপিএল-এ খেলছে লখনউ। প্রথম মরসুমেই সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় স্থানে লখনউ। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছেন রাহুলরা। তাঁরা জিতেছেন সাতটি ম্যাচ। আজ জিতলে এক নম্বরে চলে যেতে পারে লখনউ। একইসঙ্গে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করার দিকে আরও একধাপ এগিয়ে যাবে।


চলতি আইপিএল এখনও পর্যন্ত কেকেআর-এর পক্ষে খুব একটা ভাল যাচ্ছে না। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শ্রেয়স আইয়ারের দল। প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে কলকাতাকে। আজ হারলে শ্রেয়স, আন্দ্রে রাসেলদের প্লে-অফে যাওয়ার আশা খুব একটা থাকবে না।


গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। সেই ম্যাচে ভাল ব্যাটিং করেন নীতীশ রানা ও রিঙ্কু সিংহ। অধিনায়ক শ্রেয়সও ভাল পারফরম্যান্স দেখান। বোলারদের মধ্যে ভাল পারফরম্যান্স ছিল উমেশ যাদব, টিম সাউদি, অনুকূল রায়, সুনীল নারিন, শিবম মাভির। আজও তাঁদের কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় নাইট শিবির।