পুণে : অনিশ্চয়তার অতলে ভাসতে থাকা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির প্লে-অফের (IPL Playoff) সমীকরণে ফের প্রবলভাবে ভেসে উঠল। আর নাইটদের ফের সম্ভাবনার সুযোগ তৈরি করে দিলেন আন্দ্রে 'সুপারম্যান' রাসেল। প্রথমে ব্যাট হাতে ও পরে বল হাতে আইপিএলের (IPL 2022) মঞ্চ উজ্জ্বল করলেন ক্যারিবিয়ান তারকা।
প্রথমে ২৮ বলে ৩ টি চার ও ৪ টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৪৯ রানের ঝকঝকে ইনিংস ও পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে যোগ্য ম্যাচের সেরা ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল (Andre Russel)। ব্যাট হাতে আইপিএলের মঞ্চে ২ হাজার রান টপকে যাওয়ার নজির যেমন গড়লেন, তেমনই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের লড়াই শেষ করে দিলেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে। যোগ্য ম্যাচ সেরার পুরস্কারও তাঁর দখলে।
কী বললেন রাসেল
ম্যাচ সেরার পুরস্কার হাতে রাসেল জানালেন, যখন ব্যাট করতে নেমেছিলাম, তখন কাজটা সহজ ছিল না। হায়দরাবাদের দুরন্ত বোলিং অ্যাটাকের বিরুদ্ধে খেলতে নেমেও একটাই লক্ষ্য ছিল বুঝে শুনে চালিয়ে খেলতে হবে। স্কোরবোর্ডে একবার দেখলাম ১৭ বলে ২০ রান, যেটা দেখে নিজেকেই মনে করালাম, এটা আমি নয়, তারপরই হাত খুলে খেলতে শুরু করলাম। সুনীলকে বলেছিলাম স্ট্রাইক দাও, বাকিটা দেখে নিচ্ছি। সৌভাগ্যবশত খুব-ভাল ব্যাটে-বলে কানেক্টও হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান তোলে কেকেআর। জবাবে সানরাইজার্স ৮ উইকেট খুইয়ে থেমে যায় ১২৩ রানেই। ৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে রান রেটও অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির।
আরও পড়ুন- পেস ব্যাটারির দাপটের পর রাসেল ম্যাজিক, দাপুটে জয় কেকেআরের