পুণে: বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররাও তাঁর সঙ্গে পাঙ্গা নিতে ভয় পান। শুধু বাক্যবাণেই নয়, নিজের ব্যাট দিয়েও সবকিছুর পাল্টা জবাব দিতে সিদ্ধহস্ত বিরাট কোহলি। এবার সেই বিরাট কোহলির সঙ্গেই লেগে গেল তরুণ বােলার মুকেশ চৌধুরীরর। তবে এই ঝামেলা অতটা সিরিয়াস কিছু নয়। আরসিবি বনাম চেন্নাই ম্যাচে গতকাল ওপেন করতে নেমেছিলেন বিরাট ও ফাফ। সেই সময় বোলার ছিলেন মুকেশ চৌধুরী। একটি ডেলিভারিতে বিরাট ছিলেন স্ট্রাইকার এন্ডে। তিনি বলটি সোজা খেললে তা ধরে পাল্টা বিরাটের দিকেই উইকেট তাক করে ছুড়ে মারেন মুকেশ। ফলো থ্রু-তে আসা বল বিরাট ক্রিজে ঢোকার তাগিদে পেছন ফিরতেই তা পেছনে এসে লাগে। প্রাক্তন ভারত অধিনায়কের মেজাজের সম্পর্কে বেশ ভাল মতোই জানেন মুকেশ। তখনই হাত উঠিয়ে বিরাটের কাছে অনিচ্ছাকৃতভাবে এই আঘাত করার জন্য ক্ষমা চেয়ে বসেন মুকেশ। অন্য কোনও বোলার হলে বিরাটের প্রতিক্রিয়া কেমন হত জানা নেই, এক্ষেত্রে অবশ্য পুরো বিষয়টি খুব হালকাভাবেই নিয়েছেন কিং কোহলি। পাল্টা পেছনে ফিরে মুকেশের দিকে তাকিয়ে মুচকি হাসলেনও।
ধোনি আউট হতেই বিরাটের সেলিব্রেশন ভাইরাল
মাঠে বরাবরই আগ্রাসী তিনি। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণে নিজের ১০০ শতাংশ দিয়ে থাকেন। ব্যাটিং হোক বা ফিল্ডিং সবেতেই বাজিমাত করে থাকেন বিরাট। প্রতিপক্ষ দলের ব্যাটার আউট হলে বিরাটের সেই আগ্রাসনের নিদর্শনও মিলেছে প্রচুর। কিন্তু সেই প্রতিপক্ষ যদি এম এস ধোনি হন, তাহলে? জাতীয় দলে দীর্ঘসময় একসঙ্গে খেলেছেন। ধোনির নেতৃত্বে অভিষেক হয়েছিল বিরাটের। এরপর বিরাটের নেতৃত্ব খেলেছেন ধোনিও। বরবরাই বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন কোহলি। কিন্তু এবার কি ছবিটা পাল্টালো। অন্তত কালকের আরসিবি বনাম সিএসকে ম্যাচের একটি ক্লিপিংস দেখলে সেই ধারণা জন্মাতে পারে অতিবড় মাহিরাট ভক্তেরও।