মুম্বই: লড়াই করেও শেষরক্ষা হল না। লো স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে তিন উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্সে (KKR)। চলতি আইপিএলে (IPL) দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখলেন ফাফ ডুপ্লেসিরা।
আর আরসিবির জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার দুই ক্রিকেটার। আকাশ দীপ ও শাহবাজ আমেদ। আকাশ বল হাতে নিলেন ৩ উইকেট। ৬ নম্বরে ব্য়াট করতে নেমে ২০ বলে ২৭ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন শাহবাজ। ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল আরসিবি।
ব্যাটিং বিপর্যয়
প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে চার-ছক্কার প্লাবন দেখা গিয়েছিল নাইটদের ব্যাটে। বুধবার আইপিএলের (IPL 15) দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানেই আটকে যায় কেকেআর (KKR)।
যদিও কেকেআরের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও নাইট ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কারণ, পাঁচ বছর আগের একটি ম্যাচ। ২০১৭ সালের আইপিএলে। কেকেআর সেই ম্য়াচে নিজেদের ডেরায়, ইডেন গার্ডেন্সে প্রথম ব্যাট করে ১৩১ রানে আটকে গিয়েছিল। মনে করা হয়েছিস যে, বিরাট কোহলির আরসিবি সহজে ম্যাচ জিতে নেবে। কিন্তু সেদিন ইডেনে নাইটদের বোলিংয়ের সামনে ব্যাটিং ধস নেমেছিল আরসিবির। মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবির ইনিংস। কম রান করেও ম্যাচ জিতেছিল কেকেআর। এবং সেটাও বেশ বড় ব্যবধানে। বুধবার কেকেআর ভক্তরা পাঁচ বছর আগের সেই ম্যাজিক ফেরার প্রার্থনা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না নাইট ভক্তদের।
এক বদল
আগের ম্যাচের দলে একটি বদল করে নেমেছিল কেকেআর। প্রত্যাশামতোই শিবম মাভির পরিবর্তে টিম সাউদিকে নামিয়েছিলেন নাইটরা। আগের ম্যাচে তিন বিদেশি খেললেও এদিন চারজনকেই খেলাচ্ছে কেকেআর। অন্যদিকে আগের ম্যাচের দলই ধরে রেখেছিল আরসিবি। অনেকে মনে করেছিলেন যে, বাংলার পেসার আকাশ দীপের পরিবর্তে খেলানো হতে পারে সিদ্ধার্থ কৌলকে। কিন্তু আকাশেই ভরসা রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
দুরন্ত আকাশ
সেই ভরসা রেখে যে ভুল করেনি, তা দেখিয়ে দিলেন আকাশ। তুলে নিলেন ৩ উইকেট। ৪৫ রান দিয়ে। বল করতে এসে প্রথমেই ফেরান বেঙ্কটেশ আইয়ারকে। পরে নীতিশ রানা ও উমেশ যাদবকে ফেরান তিনি। অন্যদিক থেকে দুরন্ত স্পেল করে যান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। ৪ ওভারে ২ মেডেন-সহ মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন হর্ষল পটেল। এক উইকেট মহম্মদ সিরাজের।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যে লড়াই করলেন আন্দ্রে রাসেল। ১৮ বলে ২৫ রান করে তিনি কেকেআরের সর্বোচ্চ স্কোরার। শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে ১৮ রান করে কেকেআরের স্কোরকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন উমেশ যাদব।
পাল্টা চাপ কাটিয়ে জয়
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ১৭/৩ হয়ে গিয়েছিল আরসিবি। উমেশ যাদব দুটি ও টিম সাউদি একটি উইকেট নেন। ফিরে যান বিরাট কোহলিও। মাত্র ১২ রানে। সেখান থেকে ডেভিড উইলি ও শেরফেন রাদারফোর্ড পাল্টা লড়াই শুরু করেন। শাহবাজের ঝড় চাপ কাটিয়ে ভাল জায়গায় নিয়ে যায় আরসিবিকে। শেষে আন্দ্রে রাসেলকে ৬ ও ৪ মেরে ম্যাচ জেতান দীনেশ কার্তিক।