মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে পাঞ্জাব কিংস। আর সেই ম্যাচেই নতুন রেকর্ড গড়ার হাতছানি শিখর ধবনের সামনে। মাত্র ৮ টি বাউন্ডারি হাঁকালেই ক্রিস গেল ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে একই সারিতে বসার সুযোগ থাকছে বাঁহাতি ওপেনারের সামনে। ভারতীয়দের মধ্য়ে প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে হাজার বাউন্ডারি হাঁকানোর কৃতিত্ব গড়বেন ধবন। 


রেকর্ডের সামনে ধবন


টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৯৯২ টি বাউন্ডারি হাঁকিয়েছেন ধবন। আরসিবির বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতীয় দলের এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। ধবনের আগে যে চারজন হাজার বাউন্ডারির মালিক টি-টোয়েন্টিতে তাঁরা হলেন ক্রিস গেল, অ্যালেক্স হেলস ও ডেভিড ওয়ার্নার।


গেল টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ১১৩২টি বাউন্ডারি হাঁকিয়েছেন। অ্যালেক্স হেলস তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে ১০৫৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছেন ১০০৫। 


আইপিএলে পাঞ্জাব কিংস বনাম কেকেআর


আইপিএলে (IPL) এখনও পর্যন্ত মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তার মধ্যে কেকেআর জিতেছে ১৯টি ম্যাচে। ১০টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। দুই দলের ম্যাচে সর্বোচ্চ স্কোর হয়েছে ২৪৫। করেছিল কেকেআর। নাইটদের বিরুদ্ধে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোর ২১৪। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সর্বনিম্ন স্কোর ১০৯। পাঞ্জাবের সর্বনিম্ন স্কোর ১১৯।


ঘুরে দাঁড়াবে কেকেআর?


শুক্রবারের ম্যাচ কেকেআরের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কারণ, টুর্নামেন্টে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারালেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারতে হয়েছে নাইটদের। পাঞ্জাবের কাছে পরাজয় মানে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়া।


কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে (IPL) দু'টি ম্যাচ খেলে ফেলেছে। আরিয়ান খান কেকেআরের হয়ে মাঠে বসে গলা ফাটিয়েছেন। কিন্তু তিনি, শাহরুখ খান এখনও পর্যন্ত মাঠে গরহাজির। নাইটদের গ্যালারি তাই সামান্য হলেও বর্ণহীন।