মুম্বই: আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জোড়া ট্রফি জয়ের নেপথ্যে রয়েছে তাঁর হাত। তাঁর স্পিনের বিষে বারবার ছটফট করেছে প্রতিপক্ষ শিবির। মাঝে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় কিছুটা যেন রং হারিয়েছিলেন। কিন্তু অ্যাকশন বদলে ফের যেন আগের মতোই ভয়ানক হয়ে উঠেছেন।


আইপিএলের আগে কেকেআর (KKR) শিবিরে যোগ দিলেন সেই সুনীল নারাইন (Sunil Narine)। একটা সময় যাঁকে বিস্ময় স্পিনার বলা হতো। আইপিএলে এক দশক কাটিয়ে ফেলার পরেও যাঁর স্পিনের ঝাঁঝ ব্যাটারদের প্রাণ ওষ্ঠাগত করে তোলে। মঙ্গলবার সেই নারাইন যোগ দিলেন নাইট শিবিরে। আপাতত তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন তিনি। যা শুক্রবারই শেষ হয়ে যাবে। কেকেআরের প্রথম ম্যাচ ২৬ মার্চ। টুর্নামেন্টের প্রথম দিনই। সেদিন নাইটদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে খেলতে পারবেন নারাইন।


কেকেআরের তরফ থেকে নারাইনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'সুনীল নারাইন কোথায়? এই তো সুনীল নারাইন'। সেই ছবি দেখে যেন আশ্বস্ত নাইট ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, দলের সেরা অস্ত্রকে পেয়ে গেল কেকেআর। কেউ কেউ লিখেছেন, চেন্নাই প্রস্তুত হও। আমাদের সেরা মিসাইল এসে গিয়েছে।



মরসুম শুরুর আগে এখনও অবধি ভারতে এসে পৌঁছতে পারেননি মঈন আলি। ভিসা জটে ইংল্যান্ডে আটকে রয়েছেন তিনি। সূত্রের খবর, নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংরেজ তারকাকে পাবে না সিএসকে শিবির।


শনিবার কেকেআর বনাম সিএসকে ম্যাচ। সেই ম্যাচে খেলতে হলে বুধবার ভারতে আসতেই হতো মঈনকে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড নির্ধারিত তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। তারপরই তিনি শনিবার মাঠে নামতে পারতেন। কিন্তু মঈনের ভিসা সমস্যার জট এখনও কাটেনি। তাই বুধবার তাঁর আসার সম্ভাবনা নেই বলেই খবর। মঈন না খেললে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার সঙ্গে সিএসকে-র টপ অর্ডার সামলাতে দেখা যেতে পারে তাঁকে।