মুম্বই: কেউ স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে নজর কেড়ে নিয়েছেন। কেউ আবার ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু সিনিয়র দলে এখনও খেলা হয়ে ওঠেনি। তবে খেলবেন আইপিএলে (IPL)। আর আইপিএলে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে তৈরি হচ্ছেন। আলাপ করিয়ে দেওয়া যাক এরকমই দশজনের সঙ্গে।
শাহরুখ খান
গত আইপিএলে তাঁকে নিয়ে কম হইচই হয়নি। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (Punjab Kings) নিলাম থেকে তাঁকে কিনে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, শাহরুখ খানকে আমরা কিনে নিলাম। তবে এই শাহরুখ পর্দার নন। বাইশ গজের। জাতীয় দলের হয়ে খেলেননি। তবে বিগহিটার। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দুরন্ত সব ইনিংস রয়েছে। আইপিএলে স্ট্রাইক রেট ১৩৪.২১। এবার ৯ কোটি টাকা খরচ করে তাঁকে ফের কিনেছে পাঞ্জাব। বিপক্ষ বোলারদের ঘুম ওড়াতে পারেন।
অর্শদীপ সিংহ
নিলামের আগে মাত্র দুই ক্রিকেটারকে ধরে রেখেছিল পাঞ্জাব। যাঁদের মধ্যে একজন অর্শদীপ সিংহ। গত আইপিএলে ১২ ম্যাচে ১৮। বাঁহাতি পেসার ওভার প্রতি মাত্র ৮.২৭ রান খরচ করেছেন। ডেথ ওভারে দুরন্ত। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে ৮০ বলে ৮ উইকেট নিয়েছেন অর্শদীপ। এবারও চমক দিতে তৈরি তরুণ পেসার।
অনুজ রাওয়াত
রাজস্থান রয়্যালসে ছিলেন। সেভাবে খেলার সুযোগ পাননি। মাত্র একটি ম্যাচে দেখা গিয়েছিল। বাঁহাতি ব্যাটারের টি-টোয়েন্টি রেকর্ড দারুণ। ২২ ইনিংসে ৫০১ রান। করতে পারেন স্পিন বোলিংও। উইকেটকিপার হিসাবেও ভাবা যেতে পারে। ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে আরসিবি। আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন অনুজ।
রাজবর্ধন হাঙ্গরগেকর
ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান অস্ত্র। ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে বল করতে পারেন। দেড় কোটি টাকা খরচ করে কিনেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটের হাতও ভাল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ২৮ বল খেলেছিলেন। মেরেছিলেন ছয় ছক্কা। আইপিএলে চেন্নাইয়ের ভরসা হতে পারেন।
অভিনব মনোহর
কর্নাটকের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দু'বার দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। দুবারই সামান্য রানে তিন উইকেট হারিয়ে বসেছিল কর্নাটক। সেখান থেকে অভিনবর ব্যাটে পাল্টা লড়াই। ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কিনেছে গুজরাত টাইটান্স।
আর সাই কিশোর
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স। তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। এবার বাঁহাতি স্পিনারকে কিনেছে গুজরাত টাইটান্স। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি ৫.৪৬ রান খরচ করেছেন। আইপিএলে চমক দিতে পারেন।
শেলডন জ্যাকসন
দীনেশ কার্তিককে ছেড়ে দিয়েছে কেকেআর। শেলডন জ্যাকসনকে প্রথম ম্যাচেই দেখা যেতে পারে উইকেটরক্ষার দায়িত্ব সামলাতে। সৌরাষ্ট্রের ক্রিকেটারের ব্যাটের হাত ভাল। গত সৈয়দ মুস্তাক আলিতে ১১ ম্যাচে দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ৫১৩ রান করেছিলেন।
অভিষেক শর্মা
নিলামে তুলে ফের সাড়ে ৬ কোটি টাকা খরচ করে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পেলে প্রায় দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট। বাঁহাতি স্পিন বোলিংও করেন।
উমরন মালিক
গত আইপিএলে তাঁর বলের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫২.৯৫ কিলোমিটার। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ধরে রেখেছে। এবার গতির আগুনে বিপক্ষকে ছারখার করতে পারেন।
তিলক বর্মা
বয়স মাত্র ১৯। কিন্তু তাঁর দক্ষতা দেখে উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেও। বাঁহাতি ব্য়াটার তিন বা চার নম্বরে নামতে পারেন। প্রতিপক্ষ বোলারদের উপহার দিতে পারেন দুঃস্বপ্নের রাত।