মুম্বই: পাঞ্জাব কিংসকে (PBKS) হেলায় হারাল দিল্লি ক্য়াপিটালস (DC)। বিধ্বংসী ফর্মে ডেভিড ওয়ার্নার। কায়রন পোলার্ডকে শুভেচ্ছা মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের সারাদিনের সব খবর।


পাঞ্জাব-বধ দিল্লির


দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের (PBKS)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবালরা (Mayank Agarwal)। দিল্লির বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ পাঞ্জাব কিংসের ব্যাটারদের। ম্যাচ জিততে গেলে মাত্র ১১৬ রান করতে হতো ঋষভ পন্থদের (Rishabh Pant)। প্রায় ১০ ওভার বাকি থাকতে যা তুলে নিলেন ডেভিড ওয়ার্নার-পৃথ্বী শ-রা। দুজনই ঝোড়ো ব্যাটিং করেছেন। ওয়ার্নার হাফসেঞ্চুরি করে।


পোলার্ডের অবসর


আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের অবিচ্ছেদ্য় অংশ। স্লগ ওভারে চার-ছক্কার ঝড় তোলা হোক বা গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে উইকেট নেওয়া, তাঁর কার্যকারিতা অপরিসীম। আইপিএল চলাকালীন সেই কায়রন পোলার্ড (Kieron Pollard) চমকে দিলেন ভক্তদের। অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে আইপিএল খেলবেন তিনি।


কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে


সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের শেষের দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন কেএল রাহুল ও সুনীল শেট্টি কন্যা আথিয়া। শেট্টি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, ইতিমধ্যেই পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এমনও জানা যাচ্ছে যে, দক্ষিণ ভারতের রীতি অনুযায়ীই বিয়ে সম্পন্ন হবে রাহুল এবং আথিয়ার। দুই তারকার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। চলতি বছর শীতকালে চারহাত এক হতে পারে তাঁদের। প্রসঙ্গত, চলতি আইপিএলে কেএল রাহুলের পারফরম্যান্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সুনীল শেট্টি। নানা সময় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাহুলের জন্য তাঁকে প্রশংসাসূচক পোস্ট করতে দেখা গিয়েছে। কিন্তু বিয়ের প্রসঙ্গে এখনও তিনি কিছু জানাননি।


যুদ্ধের চড়া মাসুল! উইম্বলডনে দেখা যাবে না এই দুই দেশের তারকাদের