কলকাতা: বিরাট কোহলি ও আইপিএলে আরসিবির জনপ্রিয়তা সম্পর্কে কারও অজানা নয়। বারবার তারকাখচিত দল বানানো সত্ত্বেও শেষ পর্যন্ত ট্রফির মুখ দেখতে পায়না দলটি। কিন্তু তবুও জনপ্রিয়তার কোনও কমতি নেই। এবার সেই ধরণের একটি ছবিই ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এক তরুণী আরসিবির সমর্থনে একটি পোস্টার নিয়ে এসেছেন। সেখানে লেখা যে, 'আরসিবি ট্রফি না জেতা পর্যন্ত বিয়ে না করব না'।
ট্যুইটারে এই ছবিটি ভাইরাল হয়েছে। তবে এই ছবির সত্যতা কিছু জানা যায়নি। যার ট্যুইটারে ছবিটি ভাইরাল হয়েছে, তিনি জানিয়েছেন যে এই তরুণী এখন তাঁরই প্রতিবেশী এবং তাঁর বিয়েও হয়ে গিয়েছে।
ইডেনে আরসিবিকে হারাল কেকেআর
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ যেন পরতে পরতে থ্রিলার। ঘরের মাঠে কেকেআরের প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে রইল। প্রথমে ব্যাট করে শার্দুল ঠাকুরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০৪/৭ তুলল কেকেআর। জবাবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে গেল। ৮১ রানে ম্যাচ জিতে আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল কেকেআর। টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন।
যাঁকে ঘিরে দিনভর উত্তাল হল কলকাতা, সেই বিরাট কোহলি (Virat Kohli) হতাশ করলেন। ইডেনে শুরু করেছিলেন ভাল। কিন্তু ১৮ বলে ২১ রান করে সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে গেলেন। যেন তাঁর সঙ্গেই ড্রেসিংরুমে ফিরল আরসিবি'র ভাগ্যও। পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলা শেষ হওয়ার অনেক আগেই অর্ধেক ফাঁকা হয়ে গেল ইডেন গ্যালারি। বিরাট-বিষণ্ণতা গায়ে মেখে মাঠ ছাড়লেন ক্রিকেটভক্তরা।
চার বছর পর ইডেনে খেলতে নেমেছিল কেকেআর। ২০১৯ সালের পর। মাঝে কোভিড অতিমারি। পরিস্থিতি স্বাভাবিক হতে আইপিএলে ফেরানো হয়েছে হোম অ্য়ান্ড অ্যাওয়ে পদ্ধতি।
তবে বৃহস্পতিবারের ছবিটা দেখলে অনেকেরই অস্বাভাবিক মনে হতে পারত। ম্যাচের দুদিন আগেই জানা গিয়েছিল যে, টিকিট নিঃশেষ। কানায় কানায় ভরা গ্যালারি। আর সেই ম্যাচে কি না সমর্থনে পিছিয়ে কেকেআর!
প্রায় সত্তর হাজারি ইডেনের পঁচাত্তর শতাংশই ছিল আরসিবির সমর্থক। বলা ভাল, কোহলির ভক্ত। মুর্শিদাবাদ, খড়্গপুর, মেদিনীপুর, আরও দূর-দূরান্ত থেকে সকলে ছুটে এসেছেন কোহলির ব্যাটিং দেখবেন বলে। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে ইডেনে সেঞ্চুরি করেছিলেন। চলতি আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন। বৃহস্পতিবার হতাশ করলেন কোহলি।