চেন্নাই: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণার আগে উদ্বেগে রাতে ঘুম হচ্ছিল না শিবম দুবের (Shivam Dube)। যিনি আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ভারতের বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার পরই দুবে জানিয়েছেন, তিনি সারারাত ঘুমোতে পারছিলেন না কদিন ধরেই।
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের ৩০ বছরের ক্রিকেটার সেই দেল জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে গত দুই আইপিএলে নজর কেড়েছেন শিবম। মহেন্দ্র সিংহ ধোনির সংস্পর্শে থেকে গত ১৪ মাসে আমূল বদলে গিয়েছে শিবমের কেরিয়ার।
৪ কোটি টাকায় শিবমকে সি করিয়েছিল সিএসকে। গত আইপিএলে সিএসকে-কে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান অবদান ছিল শিবমের। স্পিনের বিরুদ্ধে তাঁর সাবলীল ব্যাটিং ও মাঝের ওভারে বড় শট খেলে স্কোরবোর্ডকে থার্ড গিয়ারে টেনে নিয়ে যাওয়ার জন্য তিনি পরিচিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দুবে বলেছেন, 'আমি যখন আফগানিস্তান সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম, রোহিত ভাই বলেছিল, তুই বলও পাবি, ব্যাটিংও পাবি। তুই শুধু দেখিয়ে দিস কী করতে পারিস। সেটার ওপরই জোর দিচ্ছি। কারণ, অধিনায়ক যদি বলে দেয় কারও সাফল্য চায়, তাহলে মনের জোর অনেক বেড়ে যায়। আমি খেলার সময় শুধু ভাবি কী করে আরও ভাল খেলে দলের হয়ে অবদান রাখা যায়।'
দুবে যোগ করেছেন, 'কোনও বোলার নির্দিষ্ট জায়গায় বল করলে কী করব, সেটা নিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখি। কিছুটা সময় লাগে। তবে এখন মানিয়ে নিয়েছি। আমি বল ভালভাবে দেখি, বল ব্যাটে লাগলে বুঝতে পারি এটা ছক্কা হবে আর অনেক দূর যাবে।' চেন্নাই সুপার কিংস দলকে ধন্যবাদও দিয়েছেন মুম্বইয়ের তরুণ। বলেছেন, 'ওরা আমাকে ওপরের দিকে ব্যাট করার সুযোগ করে দিয়েছিল আর তাতে আমি লাভবান হয়েছি।'
তাঁর সঙ্গে অনেকে যুবরাজ সিংহের তুলনা টানছেন। দুবে বলেছেন, 'আমার ব্যাটিংয়ের সঙ্গে ওর তুলনা করা হলে ভাল লাগে। ওৎ মতো পারফর্ম করতে পারলেও ভাল লাগবে। আমি ভারতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার পর রবি ভাই (শাস্ত্রী) বলেছিলেন, তুমি তো যুবরাজের মতো ছক্কা মারো।'
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।