IPL 2024 CSK vs LSG Score Live: স্টোইনিসের সেঞ্চুরি, চেন্নাইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় লখনউ সুপারজায়ান্টসের

CSL vs LSG Live: এ মরশুমেও সেই ধারা অব্যাহত। চলতি মরশুমে চিপকে তিনে তিন করেছে সিএসকে। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে হলুদ ব্রিগেড।

ABP Ananda Last Updated: 23 Apr 2024 11:34 PM
CSK vs LSG Live Score: জয় লখনউ সুপারজায়ান্টসের

দুরন্ত সেঞ্চুরি মার্কাস স্টোইনিসের। তিন বল বাকি থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস।

CSK vs LSG Live: আউট স্টোইনিস

অর্ধশতরান হাঁকালেন মার্কাস স্টোইনিস। লখনউয়ের তৃতীয় উইকেটের পতন। ১৩ রান করে ফিরলেন দেবদত্ত পড়িক্কল।

CSK vs LSG Live Score: আউট রাহুল

লখনউ সুপারজায়ান্টসের দ্বিতীয় উইকেটের পতন। ১৬ রান করে মুস্তাফিজুরের বলে আউট হয়ে ফিরলেন কে এল রাহুল।

CSK vs LSG Live: আউট ডি কক

রান তাড়া করতে নেমে বোর্ডে কোনও রান তোলার আগেই ডি ককের উইকেট হারাল লখনউ। তাঁকে বোল্ড করে দিলেন চাহার।

CSK vs LSG Live Score: ২০ ওভারে সিএসকের স্কোর ২১০/৪

১০৮ রানে অপরাজিত থাকলেন রুতুরাজ। শেষ বলে খেলার সুযোগ পেয়েই বাউন্ডারি হাঁকালেন ধোনি। ২০ ওভারে সিএসকের স্কোর ২১০/৪।

CSK vs LSG Live: আউট দুবে

দুবে আউট। রান আউট হয়ে ফিরলেন বাঁহাতি অলরাউন্ডার। শেষ ২ বলের জন্য ক্রিজে এলেন মহেন্দ্র সিংহ ধোনি।

CSK vs LSG Live Score: রুতুরাজের সেঞ্চুরি

দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ৫৬ বলে শতরান পূরণ করেন ডানহাতি এই তরুণ ওপেনার।

CSK vs LSG Live: সিএসকের তৃতীয় উইকেটের পতন

১৬ রান করে মহসিন খানের বলে আউট হয়ে ফিরলেন রবীন্দ্র জাডেজা। চেন্নাই সুপার কিংসের তৃতীয় উইকেটের পতন।

CSK vs LSG Live Score: অর্ধশতরান রুতুরাজের

অর্ধশতরান হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড। ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৫০ রান পূরণ করলেন সিএসকে অধিনায়ক। 

CSK vs LSG Live: ৬ ওভার শেষে সিএসকের স্কোর ৪৯/২

পাওয়ার প্লে শেষে ৬ ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেট হারিয়ে ৪৯। ক্রিজে আছেন রুতুরাজ ও রবীন্দ্র জাডেজা।

CSK vs LSG Live Score: আউট মিচেল

যশ ঠাকুরের বলে ১১ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ড্যারিল মিচেল। 

CSK vs LSG Live: ২ ওভারে সিএসকের স্কোর ২০/১

প্রথম ২ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ২০ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

CSK vs LSG Live Score: চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন

চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন। ১ রান করে ম্য়াট হেনরির শিকার হলেন অজিঙ্ক রাহানে।

CSK vs LSG Live: শেষ সাক্ষাতে হারতে হয়েছিল ধোনিদের

আইপিএলে লখনউ সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের শেষ সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছিল কে এল রাহুলের দল।

প্রেক্ষাপট

আজ আইপিএলে লখনউ বনাম চেন্নাই দ্বৈরথ। ঘরের মাঠে কিন্তু সিএসকে কার্যত অপ্রতিরোধ্য। বছরের পর বছর সিএসকের দৌরাত্ম্যের অন্যতম বড় কারণ ঘরের মাঠে সিএসকের অনবদ্য রেকর্ড। এ মরশুমেও সেই ধারা অব্যাহত। চলতি মরশুমে চিপকে তিনে তিন করেছে সিএসকে। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে হলুদ ব্রিগেড। চিপকের পিচের দিকে কিন্তু এই ম্যাচে বিশেষ নজর থাকবে। কেকেআরের মতো দলের বিরুদ্ধে মন্থর গতির পিচ করে নাইট ব্যাটারদের স্বাভাবিক ছন্দে বড় শট খেলা থেকে রুখতে সক্ষম হয়েছিল সিএসকে। তবে লখনউ কিন্তু নিজেদের ঘরের মাঠে এমন পিচে গত মরশুমে একাধিক ম্যাচ খেলেছে। তাই তাদের সেটা খুব সমস্যা হওয়ার কথা নয়।
এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে দিন তিনেক আগে সিএসকেকে আট উইকেটে হেলায় হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মুখোমুখি লড়াইয়েও কিন্তু এগিয়ে লখনউই। দুই দল চার বার একে আইপিএলের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছে। লখনউ দুইবার জয় ছিনিয়ে নিয়েছে। এক ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়।


পিচ পরিস্থিতি


চিপকের পিচে সাধারণত শিশির না পড়লে, ওভার যত গড়ায় তত ব্যাটে বলে করতে সমস্যা হয়। পিচ মন্থর হতে থাকে। তাই টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পরিসংখ্যানও কিন্তু সেইদিকেই ইঙ্গিত করছে। চিপকে প্রথমে ব্যাট করা দল ৪৭ ও দ্বিতীয় ব্যাট করা দল ৩২টি ম্যাচ জিতেছে। তবে এ বারের চিপকের ২২ গজ অতীতের থেকে খানিকটা ভিন্ন। এই মাঠে আয়োজিত তিনটি ম্যাচের একটিতে সিএসকে যেখানে ২০৬ রান তুলেছে, সেখানে কেকেআর মাত্র ১৩৭ রানেই আটকে গিয়েছিল। তাই আগেভাগে পিচ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.