চেন্নাই: আইপিএলের অন্তিম লগ্ন চলছে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে একমাত্র কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান-জুহি চাওলার দলের এখন পাখির চোখ পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা। যাতে কোয়ালিফায়ার ওয়ানে খেলা যায়। তাতে সেই ম্যাচে হেরে গেলেও ফাইনালে ওঠার জন্য বাড়তি সুযোগ পাবেন নাইটরা (KKR)।


আর নাইট শিবিরের মুখে হাসি ফুটিয়ে রবিবার রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস (CSK vs RR)। কেকেআরের শীর্ষস্থান কেড়ে নেওয়ার দৌড়ে ছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তবে চেন্নাইয়ের কাছে হারের পর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সঞ্জু স্যামসনরা থেকে গেলেন দুইয়েই। যেখানে কেকেআর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে।


রবিবার ঘরের মাঠ চিপকে রাজস্থান রয়্যালসকে ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল চেন্নাই। সেই সঙ্গে প্লে অফের দৌড়েও ভাল জায়গায় রইল সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে উঠে এলেন মহেন্দ্র সিংহ ধোনিরা।


ধোনিদের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। তবে সিএসকে বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথের সামনে শুরু থেকেই চার-ছক্কার দাপট দেখাতে পারেননি রাজস্থান ব্যাটাররা। ২০ ওভারে মাত্র ১৪১/৫ স্কোরে আটকে যায় রাজস্থান। সিএসকে বোলারদের মধ্যে সেরা সিমরজিৎ সিংহ। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৩ উইকেট নেন। রাজস্থানের সর্বোচ্চ স্কোরার রিয়ান পরাগ। যিনি ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। 


 






রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে চেন্নাই। ৪১ বলে ৪২ রান করে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দলের জয়ে বড় অবদান রাখলেন। তবে বিতর্ক তৈরি হল রবীন্দ্র জাডেজা বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউট হওয়ায়। ম্যাচের সেরা হয়েছেন সিমরজিৎ।           


আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।