IPL 2024 DC vs GT Score Live: নাটকীয় ম্যাচে গুজরাতকে ৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে উঠে এল দিল্লি, ম্যাচের লাইভ আপডেট
DC vs GT, IPL 2024: দু'ধাপ উঠে পয়েন্ট টেবিলের ছয়ে এখন দিল্লি ক্যাপিটালস। সাত নম্বরে নেমে গেল গুজরাত টাইটান্স।
রশিদ খানের (১১ বলে ২১ অপরাজিত) লড়াই সত্ত্বেও ২২০ রানে থেমে গেল গুজরাত টাইটান্স। ৪ রানে ম্য়াচ জিতল দিল্লি।
১৭ ওভারের শেষে গুজরাতের স্কোর ১৭৬/৬। ১৮ বলে ৪৯ দরকার গুজরাতের। ঝোড়ো হাফসেঞ্চুরি ডেভিড মিলারের।
১৪ ওভারের শেষে গুজরাতের স্কোর ১৩৯/৪। ক্রিজে ডেভিড মিলার ও শাহরুখ খান। গুজরাতকে ম্যাচ জিততে ৩৬ বলে আর ৮৬ রান করতে হবে।
২৫ বলে ৩৯ রান করে ফিরলেন ঋদ্ধিমান সাহা। ১০ ওভারের শেষে গুজরাতের স্কোর ৯৮/২।
সুদর্শনের ক্যাচ ফেললেন অক্ষর। ৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ৬৭/১।
শুরুতেই ফিরলেন শুভমন। ১০ বলে ২৬ রানে অপরাজিত ঋদ্ধিমান। ৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ৪১/১।
মোহিত শর্মার শেষ ওভারে উঠল ৩১ রান। ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত পন্থ। ৭ বলে ২৬ স্টাবসের। ২০ ওভারের শেষে দিল্লির স্কোর ২২৪/৪।
ছক্কা মেরে হাফসেঞ্চুরি পন্থের। ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৭১/৪।
১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪৩/৩। অক্ষর পটেল ৫৩ ও ঋষভ পন্থ ৪৭ রানে অপরাজিত।
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৮০ রান তুলল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে আছেন ঋষভ পন্থ ও অক্ষর পটেল।
দিল্লি ক্যাপিটালসের তৃতীয় উইকেটের পতন। আরও একবার ধাক্কা দিলেন সন্দীপ ওয়ারিয়র। তাঁর বলে রাশিদ খানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রান করে ফিরলেন শাই হোপ। ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৪৪/৩।
১৪ বলে ২৩ রান করে আউট ম্যাকগার্ক। ৩.৪ ওভারের শেষে দিল্লির স্কোর ৩৬/১।
দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে। নিজেদের প্রথম কয়েকটি হোম ম্য়াচ বিশাখাপত্তনমে খেললেও নিজেদের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় এখন শেষ দুটো ম্য়াচ খেলেছে দিল্লি। কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। সাফল্য আসেনি এই মরশুমে। প্লে অফের রাস্তাও বেশ কঠিন হয়ে পড়েছে। বাকি ম্য়াচগুলো বলতে গেরে ডু অর ডাই ম্য়াচ এখন।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মোট আট ম্য়াচ খেলে মাত্র তিনটি ম্য়াচ জিতেছে। অন্যদিকে গুজরাত টাইটান্স সমসংখ্যক ম্য়াচ খেলেছে। তবে তারা জয় ছিনিয়ে নিয়েছে চার ম্য়াচে। শেষ ম্য়াচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত। ফলে এই ম্য়াচে নামার আগে কিছুটা আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে নামবে গিল বাহিনী। দিল্লি দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুকের দুর্দান্ত ব্যাটিং। তিনটি ম্য়াচ খেলেতে নেমে দুটো অর্ধশতরান এর মধ্যেই হাঁকিয়ে ফেলেছেন এই অজি তারকা। গুজরাত টাইটান্স শিবিরে অবশ্য় আগের ম্য়াচে মিলার না চললেও রাহুল তেওয়াটিয়া দলকে জয় এনে দিয়েছেন।
দিল্লি শিবিরে আগর ম্য়াচের থেকে কিছু বদল হয়ত হবে না। অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ হয়ত গোটা টু্রনামেন্টের জন্যই ছিটকে গিয়েছেন। এছাড়াও এই শিবিরে আর কোনও চোট আঘাত সমস্যা প্রায় নেই বললেই বলে। গুজরাত শিবিরেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -