কলকাতা: একে বাংলার মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা। তার ওপর আবার দলের মালিকের নাম শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক।
তবে প্রত্যাশার চাপ নিয়ে বেশি ভাবছেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যাঁর কাঁধে এখন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেতৃত্বের গুরুদায়িত্ব। দশ বছর হয়ে গিয়েছে ট্রফিহীন নাইটরা। গত মরশুমে চোটের জন্য খেলতে পারেননি। তবে এবার তাঁর চোট নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে জল্পনা থাকলেও, সব আলোচনা উড়িয়ে খেলছেন শ্রেয়স। দলকে নেতৃত্বও দিচ্ছেন। শুক্রবার ইডেনে কেকেআরের সামনে পাঞ্জাব কিংস। তার আগে শ্রেয়স বলেছেন, 'আমি কোনও প্রত্যাশা রাখছি না। কারণ, যখন প্রত্যাশা রেখেছি, দেখেছি তাতে অহেতুক চাপ তৈরি হয়েছে। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। আর তাতেই হতাশা গ্রাস করে। আমি বর্তমানে বাঁচতে চাই। মাথা নীচু করে মাটিতে পা রেখে চলতে চাই। কঠোর পরিশ্রম করে গোটা টুর্নামেন্টে একটা ছন্দ বজায় রাখতে চাই।'
ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগের ম্যাচে হারিয়ে দিয়েছে কেকেআর। ঘরের মাঠে আরও দুই ম্যাচ খেলবে কেকেআর। শ্রেয়স বলেছেন, 'এই স্টেডিয়ামে নামলে অসাধারণ এক অভিজ্ঞতা হয়। সম্প্রতি বিশ্বকাপেও এই মাঠে খেলেছি। গ্যালারির সমর্থন দেখে দারুণ এক অনুভূতি হয়েছিল। অবিশ্বাস্য অভিজ্ঞতা।'
তিনি কেকেআরে সুযোগ পাওয়ার সময়কার স্মৃতিও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রেয়স। বলেছেন, 'নিলামের সময় আমরা রোহিত ভাইয়ের ঘরে বসেছিলাম। সবাই বলাবলি করছিল আমার জন্যই নাকি সবচেয়ে বেশি দর উঠবে। তারপর যখন কেকেআর আমাকে নিল, সকলের মুখে হাসি ছিল। বেঙ্কি মাইসোর ও অভিষেক নায়ারও খুব খুশি হয়েছিলেন।'
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি রান, রেকর্ড সংখ্যক ম্যান দ্য ম্যাচ, বার্থ ডে বয়ের কীর্তি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।