কলকাতা: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) দ্বৈরথ। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মগজাস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে আজ ইডেনে নামবে কে এল রাহুলের (K L Rahul) দল। এবারের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের নিরিখে এখন কেকেআর এগিয়ে রয়েছে চলতি আইপিএলে (IPL 2024)। তবে ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। ২ দলের মহারণে আগে কী হয়েছে, জানেন?


আইপিএলে মোট যতবার মুখোমুখি হয়েছে কেকেআর ও লখনউ: ৩


কেকেআর জয় ছিনিয়ে নিয়েছে: ০


লখনউ সুপারজায়ান্টস জয় পেয়েছে: ৩


এখনও পর্যন্ত লখনউ সুপারজায়ান্টস চলতি টুর্নামেন্টে মোট ৫টি ম্য়াচ খেলে মোট ৩ বার জয় ছিনিয়ে নিয়েছে। ঝুলিতে পুরেছে মোট ৬ পয়েন্ট। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। আজকের ম্য়াচ জিতলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে কে এল রাহুলের দলের কাছে। তবে কেকেআরের বিরুদ্ধে দ্বৈরথের ইতিহাস কিন্তু লখনউয়ের হয়েই কথা বলছে। তিনবারের লড়াইয়ে জয়ের হ্যাটট্রিকই করেছে এলএসজি। সেই সময় লখনউ শিবিরে ছিলেন গৌতম গম্ভীর। এবার তিনি ঠিক শিবিরে। কেকেআর শিবিরে মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর থেকে কেকেআর দুর্দান্ত ফর্মে রয়েছে। ওপেনিংয়ে তুলে আনা হয়েছে সুনীল নারাইনকে। তিনি দুর্দান্তভাবে সফল। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে-তে প্রতি ম্য়াচেই দারুণ পারফর্ম করছেন ক্যারিবিয়ান তারকা। ঝড়ের বেগে রান বোর্ডে তুলে দিচ্ছেন তিনি। এছাড়াও ম্য়াচের ফাঁকে বিভিন্ন রকম মুভমেন্ট দেখা গিয়েছে যেখানে ম্য়াচের গতি প্রকৃতি বদলে গিয়েছে। 


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একমাত্র হার এসেছে কেকেআরের এই মরশুমে। তবে ২৫ কোটি টাকা মূল্যে মিচেল স্টার্ককে দলে নেওয়ার পর তাঁর সাদামাটা পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের আইপিএলে (IPL 2024) রেকর্ড দাম পাওয়া ফাস্টবোলার মিচেল স্টার্কের (Mitchell Starc) রেকর্ডবুক। চার ম্যাচে ১৪ ওভার হাত ঘুরিয়ে যিনি ১৫৪ রান খরচ করেছেন। সাফল্যের ঝুলিতে মোটে দুই শিকার। তাও সেই দুটিই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে। বিশাখাপত্তনমে। বাকি তিন ম্যাচে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পাওয়া পেসারের ঝুলি ফাঁকা। স্টার্ককে দলের বোলিং আক্রমণের মুখ করবে ভেবেছিল কেকেআর। সেই অস্ট্রেলীয় তারকাই কি এখন দলের মাথাব্যথা?


আরও পড়ুন: সুখী ড্রেসিংরুমেই লুকিয়ে সাফল্যের রহস্য, বিরাট মন্ত্র ফাঁস করলেন কেকেআরের মেন্টর