কলকাতা: দুই দল সম্পূর্ণ দুই ভিন্ন মেরুতে।


এক দল আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের শীর্ষে। প্লে অফে খেলা কার্যত নিশ্চিত। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে এখন একটাই লক্ষ্য। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করা। যাতে কোয়ালিফায়ার ওয়ানের যোগ্যতা পাওয়া যায়। তাতে ফাইনালে ওঠার বাড়তি একটা সুযোগ থাকবে।


আর এক দল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। অথচ দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে। এবারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।


আর মুম্বই শিবিরের গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ অশান্তি। শোনা যাচ্ছে, হার্দিক পাণ্ড্যর নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট দলেরই একটা অংশ। যে কারণে দলে জোরদার ঝামেলা শুরু হয়ে গিয়েছে। একদিকে নাকি রোহিত শর্মা শিবির। অন্যদিকে হার্দিকের অনুরাগীরা। দলের টানা ব্যর্থতায় যে ফাটল আরও বড় করে ধরা পড়ছে।


আর এই পরিস্থিতিতে শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে বরাবর কেকেআরের সবচেয়ে শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই রেকর্ডের চাকা ঘুরতে শুরু করেছে। এবারই প্রথম সাক্ষাতে হার্দিক-রোহিতদের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ জিতে ফিরেছেন নাইটরা। ১২ বছর পর যা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের প্রথম জয়। এবার লড়াই নাইটদের ডেরায়। এত দুর্বল কোনও মুম্বই ইন্ডিয়ান্সকে সম্প্রতি কেকেআর পেয়েছে কি না, তর্ক চলতে পারে।


শনিবারের ম্যাচের আগে বৃহস্পতিবার বিকেলে দুই দলেরই ইডেনে প্র্যাক্টিস করার কথা ছিল। কিন্তু বাদ সাধল বৃষ্টি। এদিন বেলা গড়াতেই কলকাতার আকাশ কালো করে বৃষ্টি নামে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। যে কারণে দুই দলকেই প্র্যাক্টিস বাতিল করতে হল। শুক্রবার বিকেলে দুই দল প্র্যাক্টিস করবে বলে জানানো হয়েছে।


 






শনিবার কী হবে? ম্যাচ কি করা যাবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও বৃষ্টি হতে পারে। আর সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।


আরও পড়ুন: IPL Exclusive: চন্দননগর থেকে আইপিএলের আকাশে বাংলার একমাত্র উজ্জ্বল তারা, অভিষেকের অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।