সন্দীপ সরকার, কলকাতা: এক ঘণ্টা ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে চোখধাঁধানো সেঞ্চুরি করার পর সুনীল নারাইন (Sunil Narine) কি আদৌ ভাবতে পেরেছিলেন যে, বল হাতেও তাঁকেই দলকে উদ্ধার করার জন্য ব্যর্থ চেষ্টা করতে হবে? পায়ের পেশির টান সামলেও?


সাড়ে তিন ঘণ্টা ইডেন গার্ডেন্সের বি ব্লকের ভিআইপি বক্সের ব্যালকনিতে কখনও বসে আর বেশিরভাগ সময়টা দাঁড়িয়ে কাটানোর পর শাহরুখ খান (Shah Rukh Khan) কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে, তাঁকে শেষ আধ ঘণ্টা চরম উৎকণ্ঠায় কাটাতে হবে? মাঠ ছাড়তে হবে ফ্যাকাসে চোখ-মুখ নিয়ে?


শ্রেয়স আইয়ার কি কল্পনা করেছিলেন যে, প্রথমে ব্যাট করে নারাইনের ঝোড়ো সেঞ্চুরি আর স্কোরবোর্ডে ২২৩ রান তোলার পরেও কার্যত ওয়ান ম্যান শো-এর কাছে আটকে যেতে হবে তাঁকে ও তাঁর দলকে?


সুনীল নারাইনের সেঞ্চুরি। গ্যালারিতে শাহরুখ খানের ক্যারিশমা। সব কিছু ম্লান করে দিলেন একজন। জস বাটলার (Jos Buttler)। ৫৫ বলে সেঞ্চুরি। ৬০ বলে অপরাজিত ১০৭ রান। নারাইনের ৫৬ বলে ১০৯ রানের ঝড়ও ঢাকা পড়ল বাটলারের দৌরাত্ম্যে। সোমবার প্রস্তুতিতেই ইডেনে ব্যাট হাতে চাবুক চালিয়েছিলেন। মঙ্গলবার তাই আছড়ে পড়ল নাইট শিবিরে। ছন্নছাড়া হয়ে গেল কেকেআর বোলিং। ২২৩ তাড়া করে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রাজস্থান। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির এটাই। এর আগে শারজায় ২০২০ সালে ২২৩ রান তাড়া করেই ম্যাচ জিতেছিল রাজস্থান। তবে সেবার ২২৬ রান তুলেছিল তাড়া। মঙ্গলবার ২২৩ রানই তাড়া করে জিতল। তবে ২২৪ তুলল ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করে নিল রাজস্থান।


ম্যাচের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও একজনই ব্যাট হাতে শাসন করে গেলেন। নারাইনের সামনে রাজস্থান বোলিং মুখ থুবড়ে পড়েছিল। ৫৬ বলে ১০৯ রান করেছিলেন নারাইন। তাঁর জন্যই কেকেআর ২২৩/৬ তোলে স্কোরবোর্ডে।


তবে বাটলারের লড়াইটা ছিল আরও কঠিন। একে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন। আগের ম্যাচেই খেলতে পারেননি। এদিন নামলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। ম্যাচের রং পাল্টে দিলেন। ১২১/৬ হয়ে যাওয়া দলকে একা কাঁধে করে বৈতরণী পার করলেন ইংরেজ তারকা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। বরুণ চক্রবর্তীর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বাটলার। পরের তিন বল ডট হওয়ার পর চতুর্থ বলে দু'রান নেন বাটলার। শেষ বলে সিঙ্গল নিয়ে ম্যাচ জেতান রাজস্থানকে। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি বাটলারের। প্রথমটি করেছিলেন বিরাট কোহলির শতরানকে ম্লান করে দিয়ে। মঙ্গলবার ফিকে করে দিলেন নারাইনের সেঞ্চুরিকে। সব মিলিয়ে আইপিএলে সপ্তম সেঞ্চুরি বাটলারের। বিরাটের চেয়ে মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে।


রাতের ইডেনে শাহরুখের সিগনেচার পোজ় নয়, জ্বলজ্বল করল স্কোরবোর্ডে লেখা চারটি শব্দ, 'হাউ ইজ় দ্য জস?'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।