KKR vs SRH LIVE Score: রুদ্ধশ্বাস ম্য়াচে ৪ রানে জিতল কেকেআর, স্টার্কের ব্যর্থতার রাতে তরুণ হর্ষিতের উদয়
KKR vs SRH LIVE Score, IPL 2024: ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করল কেকেআর।
টি-টোয়েন্টি ম্যাচের আদর্শ চিত্রনাট্য। প্রায় পঞ্চাশ হাজারের গ্যালারি। কর্পোরেট বক্সে হাজির শাহরুখ খান। আর সেখানে ম্যাচের পাল্লা কখনও গেল কলকাতা নাইট রাইডার্সের দিকে, কখনও ঝুঁকল সনরাইজার্স হায়দরাবাদের দিকে। রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য নির্ধারিত হল শেষ বলে। প্রয়োজন ছিল ৫ রান। হর্ষিত রানা শেষ বলটি ডট করলেন। ৪ রানে ম্যাচ জিতল কেকেআর।
১৯তম ওভারে ২৬ রান দিলেন মিচেল স্টার্ক। তিনটি ছক্কা মারলেন হেনরিখ ক্লাসেন। একটি ছক্কা শাহবাজের। শেষ ওভারে ম্যাচ জিততে ১৩ চাই হায়দরাবাদের।
রাসেলের বলে ফিরলেন আব্দুল সামাদ (১১ বলে ১৫ রান)। ১৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৯/৫। শেষ তিন ওভারে ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ৬০ রান।
দুবার জীবনরক্ষা হয়েছিল। তবে ২০ বলে ২০ রান করে সুনীল নারাইনের বলে ফিরলেন রাহুল ত্রিপাঠি। ১৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১২৮/৪।
রাহুল ত্রিপাঠির ক্যাচ ফেলেছিলেন বরুণ। বল করতে এসে এইডেন মারক্রামকে ফেরালেন তিনি। দারুণ ক্যাচ রিঙ্কু সিংহের। ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১০৮/৩।
১০ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৯/২। ম্যাচ জিততে আর ৬০ বলে ১১০ রান চাই হায়দরাবাদের।
হর্ষিত রানার বলে ৩২ রান করে ফিরলেন ময়ঙ্ক। ৫.৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৬০/১।
ভাল শুরু হায়দরাবাদের। ৫ ওভারের শেষে স্কোর ৫৮/০।
২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৭/০। ক্রিজে ময়ঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মা।
সঙ্গত করলেন রিঙ্কু সিংহও। ১৫ বলে ২৩ রান করে ফিরলেন। সপ্তম উইকেটে রাসেল-রিঙ্কুর ৩৩ বলে ৮১ রানের পার্টনারশিপই ম্যাচে ফেরাল কেকেআরকে। যে ঝড়ের সামনে নিলামে ২০ কোটি ৫০ লক্ষ দাম পাওয়া কামিন্স ৪ ওভারে খরচ করলেন ৩২ রান। প্রথমে ব্যাট করে নাইটরা তুললেন ২০৮/৭। ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস রাসেলের। নিজামের শহরের দলকে ম্যাচ জিততে হলে তুলতে হবে ২০৯ রান। কেকেআরের বোলিংয়ের বিরুদ্ধে যা খুব একটা সহজ হবে না হায়দরাবাদের কাছে।
ফিল সল্টের ৪০ বলে ৫৪ রান যদি হয় কেকেআরের শনিবারের ইনিংসের কাঠামো, তাহলে জমকালো ডাকের সাজ রাসেলের ১৯ বলে ৪৪ রানের ঝড়। যে ঝড়ের পূর্বাভাস প্র্যাক্টিস সেশনেও দিচ্ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইডেনে খোলা নেটে বল ওড়ানোর সাধনার খবর নিশ্চয়ই পাঠককুলের নজর এড়ায়নি। সেই ছন্দই ম্যাচেও ধরে রাখলেন রাসেল। ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। মাত্র ২০ বলে। তাঁর ব্যাটিং বিক্রম দেখে এসআরকে-ও বাধ্য হলেন ব্যালকনিতে বেরিয়ে এসে হাততালি দিতে। রাসেলও পাল্টা কুর্নিশ করলেন বাদশাকে।
৪০ বলে ৫৪ রান করে ফিরলেন সল্ট। ময়ঙ্ক মারকাণ্ডের ওভারে ছক্কার হ্যাটট্রিক রাসেলের। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৪১/৬।
৯ রান করে ফিরলেন নীতীশ রানা। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১০৫/৪।
মাঠে এলেন শাহরুখ। ৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪৯/৩।
নটরাজনের বলে মাত্র ৭ রান করে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। তার এক বল পরেই শ্রেয়স আইয়ারকেও (০) তুলে নিলেন নটরাজন। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩২/৩।
মার্কো জানসেনের এক ওভারে তিন ছক্কা ফিল সল্টের। শাহবাজ আমেদের সরাসরি থ্রোয়ে রান আউট নারাইন (২ রান)। ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৩/১।
নাইট জার্সিতে অভিষেক ফিল সল্ট ও রামনদীপ সিংহের।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে প্রথমে ব্যাট করবে কেকেআর।
নাইটদের সবচেয়ে বড় ধন্দ একটা জায়গা নিয়ে। ওপেনিংয়ে কাকে খেলানো হবে? আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ়, নাকি ইংল্যান্ডের ফিল সল্ট? দুজনই ছন্দে রয়েছেন। দুজনই উইকেটকিপার। ইংরেজ সল্ট কেকেআরের প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন। তাঁকে খেলানোর দিকেই পাল্লা ভারি। সেক্ষেত্রে গুরবাজ়কে বসতে হতে পারে।
দশ বছর হতে চলল ট্রফিহীন কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই কবে, ২০১৪ সালে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে ট্রফির দেখা নেই। ঘটনাচক্রে, দলকে জোড়া আইপিএল দেওয়া গম্ভীরকেই এবার মেন্টর করে ফিরিয়েছে কেকেআর। বদলেছে দলের খোলনলচেও। শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন নাইটরা। এই ম্যাচে কেমন হবে কেকেআরের সম্ভাব্য একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বা সুযোগ পাবেন কে?
প্রেক্ষাপট
কলকাতা: গতকালই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad)। দুই দলেই একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে, কী বলছে পরিসংখ্যান?
ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট ৮৬টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। প্রথমে ব্যাট করা দল এর মধ্যে ৩৫টি ম্য়াচ জিতেছে, রান তাড়া করে জয় এসেছে ৫১টি ম্যাচে। প্রথমে ব্যাট করা দল গড়ে ১৬৪ রান করেছে, দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫০। কেকেআর এবং সানরাইজার্স ক্রিকেটের নন্দন কাননে নয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। কেকেআরই এর মধ্যে ছয়টি ম্যাচে জয় পেয়েছে। তবে গতবার কিন্তু নাইটদের তাদেরই ঘরের মাঠে পরাজিত করেছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। কেকেআর এর মধ্যে চারটি জয়ই পেয়েছে প্রথমে ব্যাটিং করে। নাইটদের ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে সর্বাধিক স্কোর সাত উইকেটের বিনিময়ে ২০৫ এবং সর্বনিম্ন স্কোর ১৩৮ আট উইকেটের বিনিময়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -