সন্দীপ সরকার, কলকাতা: হর্ষিত রানার (Harshit Rana) বলে ইডেনে (Eden Gardens) বিরাট কোহলির (Virat Kohli Out Controversy) আউটের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। রবিবারের কেকেআর বনাম আরসিবি ম্যাচে ক্রিকেট ছাপিয়ে উঠে আসছে কোহলির আউট নিয়ে বিতর্কের রেশ। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কঠোর শাস্তির মুখে পড়লেন কোহলি। ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা গেল তাঁর। কোহলি কি সত্যিই আউট ছিলেন? প্রযুক্তি কি সঠিক বিচার করেছে? জয়ের সরণিতে ফিরে নাইট শিবির কতটা চনমনে? আরসিবি-র স্বপ্নভঙ্গ ঘটানোর পরের দিনই রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে (RCGC) নাইট গল্ফ উপলক্ষ্যে হাজির হয়ে সব প্রশ্নের জবাব দিলেন কেকেআর তারকা ফিল সল্ট (Phil Salt)।


বিরাট কোহলির আউট নিয়ে এত হইচই, বিতর্ক হচ্ছে। আপনি নিজে মাঠে ছিলেন। ওই সিদ্ধান্ত নিয়ে কী মনে হয়েছে? এবিপি আনন্দের প্রশ্নে সল্ট যেন কোহলির ক্ষত উস্কে দিলেন। ইংরেজ তারকা বললেন, 'বিরাটের আউট নিয়ে মতভেদ রয়েছে। আমাদের দিক থেকে বলতে পারি, আমরা বেঁচে গিয়েছি। তবে আউটের সিদ্ধান্তের সঙ্গে সহমত। এই ধরনের সিদ্ধান্তের জন্যই তো এত মাপকাঠি তৈরি করা হয়েছে। এত নিয়মকানুন বানানো হয়েছে।' সল্ট যোগ করেন, '১২ মাসের মধ্যে হয়তো খতিয়ে দেখা হবে নিয়মটা সঠিক কি না। পুরো বিষয়টা নতুন। একজন ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, সঠিক সিদ্ধান্তের জন্য প্রযুক্তির ব্যবহার ভাল। ক্রিকেটের জন্যও ভাল।'


পয়েন্ট টেবিলের দুইয়ে কেকেআর। এখনও পর্যন্ত নাইট শিবিরে অভিজ্ঞতা কী রকম? হাসিমুখে সল্ট বললেন, 'আমাদের দল দারুণ। টুর্নামেন্ট সবে মাঝপর্বে। এখনও অনেকটা পথ পেরতে হবে। এখনও পর্যন্ত দারুণ কেটেছে।'


ভারতীয় খাবারের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন? 'ভারতীয় খাবারের সঙ্গে আমার কখনও প্রেম, কখনও ঘৃণার সম্পর্ক,' হাসতে হাসতে বলছিলেন সল্ট।


ব্যাট হাতে ঝড় তুলেছেন। পাশাপাশি রবিবারের ম্যাচে দুরন্ত রান আউটও করেছেন। রামনদীপ সিংহের থ্রো তিনি বাজপাখির ক্ষিপ্রতায় শরীর ভাসিয়ে ধরে স্টাম্প ভেঙে না দিলে লকি ফার্গুসন রান আউটই হন না। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং দক্ষতায় কতটা জোর দেন? সল্ট বলছেন, 'ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও ভীষণ গুরুত্ব দিচ্ছি। কঠিন কাজ। এই ধরনের পিচে কিপিং করাটা শক্ত। বিশেষ করে সুনীল নারাইনের বল পিচে পড়ে কোনটা কোনদিকে যাবে বুঝতে পারি না। এখনও পর্যন্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি।'


আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।