জয়পুর: আইপিএলের (IPL 2024) মঞ্চে তিনি জস দ্য বস। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে রাজস্থান রয়্যালসের জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। দলকে জিতিয়েছেন অনেক ম্য়াচেই। কিছুদিন আগেই আরসিবির বিরুদ্ধে শতরান হাঁকিয়ে ম্য়াচ জিতিয়েছেন রয়্যালসকে। এবারের আইপিএলে সেটিই বাটলারের প্রথম সেঞ্চুরি। তবে এবার আইপিএলের মাঝেই এক নতুন তথ্য দিলেন বাটলার (Jos Buttler)। বায়োপিক হচ্ছে বাটলারের। আর সেই বায়োপিকে নাকি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে।
কি অবাক হলেন আপনারা? আসলে সম্প্রতি একটি কিউ অ্যান্ড এ সেশনে ট্রেন্ট বোল্টের সঙ্গে আড্ডায় বসেছিলেন জস বাটলার। দু জনেই তাঁদের পছন্দের টিভি শো, পছন্দের অভিনেতা নিয়ে আলোচনা করছিলেন। সেখানেই বায়োপিকে কোনও অভিনেতাকে বাটলারের চরিত্রে মানাবে তা জানিয়েছিলেন বাটলার। শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচের আগে বাটলার জানান যে বায়োপিকে তাঁর চরিত্রে তিনি চাইবেন যেন শাহরুখ খান অভিনয় করেন।
উল্লেখ্য, শাহরুখ খান আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের মালিক। তবে বিশ্বব্যাপী শাহরুখের জনপ্রিয়তা প্রশ্নাতীত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সব ক্রিকেটারই একবার চান কিং খানের সঙ্গে দেখা করতে। শাহরুখ নিজেই কেকেআরের ম্য়াচের শেষে ২ দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন, হাত মেলান, জড়িয়ে ধরেন প্লেয়ারদের।
এই সেশনে বোল্টকে বাটলার প্রশ্ন করেন যে কোন ভারতীয় ক্রিকেটার তাঁর বেশি পছন্দের। তখনই কিউয়ি পেসার বলেন, ''আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার কে এল রাহুল।'' উল্টো বাটলারকে বোল্ট প্রশ্ন করেছিলেন যে সেরা কভার ড্রাইভ কার বিশ্ব ক্রিকেটে। তখনই ইংরেজ ব্যাটার বিরাটের কভার ড্রাইভের কথা উল্লেখ করেন।
পাঞ্জাবের বিরুদ্ধে আজ এগিয়ে থেকেই মাঠে নামবে রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ৯ উইকেট রাজস্থানের বোলাররা নিয়েছেন। তার মধ্যে সর্বাধিক ৫ উইকেট নিয়েছেন বোল্ট। পাঞ্জাবের বিরুদ্ধে যে মাঠে খেলা হবে, সেই মাঠের ২২ গজও পেস নির্ভর। তাই এই পিচেও যে আগুনে পেসে ধবনদের পরীক্ষা নেবেন বোল্টরা, তা বলাই বাহুল্য। পাঞ্জাব শিবিরও চাইবে রাবাডা, অর্শদীপদের দিয়ে আক্রমণে রাজস্থানের ব্যাটিং অর্ডারকে ধরাসায়ী করতে।