SRH vs GT LIVE Score: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, তৃতীয় দল হিসাবে প্লে অফের যোগ্যতা অর্জন করল হায়দরাবাদ

IPL 2024 SRH vs GT LIVE: বৃষ্টিতে এক বলও খেলা হল না। পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের।

ABP Ananda Last Updated: 16 May 2024 10:13 PM
SRH vs GT Live: গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি

বৃষ্টিতে এক বলও খেলা হল না হায়দরাবাদে। গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করল হায়দরাবাদ।

IPL Live: হায়দরাবাদে এখনও চলছে বৃষ্টি

হায়দরাবাদে এখনও চলছে বৃষ্টি। ম্যাচ শুরু করার কাট অফ টাইম রান ১০.৫৬। সেক্ষেত্রে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ হবে। যদিও সেই সম্ভাবনাও এখন কমছে।

SRH vs GT Live: এখনও বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে

নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পার। এখনও বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। মাঠ ঢাকা কভারে।

IPL Live: ফের শুরু বৃষ্টি

ফের শুরু বৃষ্টি। ম্যাচ ঘিরে তৈরি হল অনিশ্চয়তা।

SRH vs GT Live: মাঠের কভার ধীরে ধীরে সরাচ্ছেন মাঠকর্মীরা

বৃষ্টিতে খেলা পিছোচ্ছে। তবে মাঠের কভার ধীরে ধীরে সরাচ্ছেন মাঠকর্মীরা।

IPL Live Score: পিছিয়ে গেল টসের সময়

হায়দরাবাদেও বৃষ্টি। পিছিয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের ম্যাচের টসের সময়।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: ট্র্যাভিষেক। ট্র্যাভিস, হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিকে ভালবেসে এই নামেই ডাকছেন সমর্থকেরা। বৃহস্পতিবার ঘরের মাঠে ফের এই জুটি ধুন্ধুমার কিছু ঘটাতে পারলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) সামনে প্লে অফের দরজা খুলে যেতে পারে (IPL 2024)।


কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি দুই জায়গার জন্য লড়াই পাঁচ দলের। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় হায়দরাবাদ। কারণ, পাঁচ দলের মধ্যে একমাত্র হায়দরাবাদের হাতেই রয়েছে দুই ম্যাচ। চেন্নাই, আরসিবি ও লখনউ - বাকি চার দলই আর একটি করে ম্যাচ পাবে। দিল্লি আবার সব ম্যাচই খেলে ফেলেছে। অন্য দলের হাতে রয়েছে তাদের প্লে অফের ভাগ্য। পাশাপাশি হায়দরাবাদের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল - গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস।


প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে গুজরাত। কেকেআরের বিরুদ্ধে আমদাবাদে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই শুভমন গিলদের প্লে অফের দরজা বন্ধ হয়ে যায়। আটদিন পরে ঘরের মাঠে খেলতে নামছে হায়দরাবাদ। চলতি আইপিএলে ১৪৬টি ছক্কা মেরে হইচই ফেলে দিয়েছেন হায়দরাবাদের ব্যাটাররা। সেখানে মাত্র ৬৭টি ছক্কা মেরেছে গুজরাত। যা ট্র্যাভিষেক জুটির মারা ছক্কার চেয়েও কম।


হায়দরাবাদ ও গুজরাত (SRH vs GT) - দুই দলই শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটি করে জিতেছে। হেরেছে তিনটি করে ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে অবশ্য হায়দরাবাদকে হারিয়েছিল গুজরাত। তবে সেটা ছিল টুর্নামেন্টের একেবারে শুরুর দিকে। তারপর থেকে হায়দরাবাদের ব্যাটিং সম্পূর্ণ অন্য রূপ ধরেছে। আরও বিধ্বংসী হয়ে উঠেছে।


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিষেকের পরিবর্তে আরও একজন ব্যাটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছিল হায়দরাবাদ। তবে গুজরাতের বিরুদ্ধে টি নটরাজন, উমরন মালিক ও জয়দেব উনাদকটের মধ্যে একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, গুজরাত হয়তো অপরীক্ষিত ক্রিকেটারদের খেলিয়ে দেখতে পারে। যেমন গুর্নুর ব্রার, মানব সুতার বা ভ আর শরথদের কাউকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.