SRH vs MI Live Score: ২৪৬/৫ স্কোরে আটকে গেল মুম্বই, ঘরের মাঠে হায়দরাবাদ ম্যাচ জিতল ৩১ রানে

Sunrisers Hyderabad vs Mumbai Indians Live: রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে নিজের দুশোতম ম্য়াচে পরাজয়ের স্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন।

ABP Ananda Last Updated: 27 Mar 2024 11:19 PM
SRH vs MI Live Score: ২৪৬/৫ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স

২৪৬/৫ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ৩১ রানে ম্যাচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ। এই প্রথম আইপিএলে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচশোর বেশি রান উঠল।

SRH vs MI Live: ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৯০/৪

৩৪ বলে ৬৪ রান করে আউট হলেন তিলক বর্মা। ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৯০/৪।

IPL Live Score: ১২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৬৫/৩

১৪ বলে ৩০ রান করে উনাদকাটের বলে ফিরলেন নমন। ২৪ বলে হাফসেঞ্চুরি তিলকের। ক্রিজে তাঁর সঙ্গে হার্দিক। ১২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৬৫/৩।

SRH vs MI Live: ৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১১৯/২

৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১১৯/২। ক্রিজে নমন ও তিলক।

IPL Live: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০২/২

৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০২/২। তিলক বর্মা ১৯ ও নমন ধীর ১৬ রানে ব্যাট করছেন।

SRH vs MI Live: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৭/২

বাংলার শাহবাজ আমেদের ওভারে ১৩ বলে ৩৪ রান করে ফিরলেন ঈশান। রোহিত ১২ বলে ২৬ রান করে ফিরলেন প্যাট কামিন্সের বলে। ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৭/২।

SRH vs MI Live: ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৭/০

২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৭/০। ঝোড়ো ব্যাটিং রোহিত শর্মা ও ঈশান কিষাণের।

IPL Live: হায়দরাবাদ নতুন কীর্তি গড়ল

রানের পাহাড়ে হায়দরাবাদ। ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত রইলেন হেনরিখ ক্লাসেন। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত রইলেন এইডেন মারক্রাম। নির্ধারিত ২০ ওভারে ২৭৭/৩ তুলল হায়দরাবাদ। আইপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে আরসিবি-র ২৬৩/৫ ছিল আইপিএলে সর্বোচ্চ দলগত রান। বুধবার হায়দরাবাদ নতুন কীর্তি গড়ল।

IPL Live Score: ১৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ২১৪/৩

২৩ বলে ৬৩ রান করে ফিরলেন অভিষেক। ২৩ বলে ৩৪ রানে ব্যাট করছেন এইডেন মারক্রাম। ১৫ বলে ৩০ রানে ব্যাট করছেন হেনরিখ ক্লাসেন। ১৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ২১৪/৩।

SRH vs MI Live Score: ১০ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৮/২

২৪ বলে ৬২ রান করে ফিরলেন ট্র্যাভিস হেড। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার। ১০ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৮/২।

SRH vs MI Live Update: ১৮ বলে হাফসেঞ্চুরি হেডের

মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি হেডের। ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৮১/১।

IPL Live Score: বিধ্বংসী ছন্দে হেড

বিধ্বংসী ছন্দে হেড। ১০ বলে ৩১ রানে অপরাজিত। ৩ ওভারে হায়দরাবাদের স্কোর ৪০/০।

SRH vs MI LIve Score: ১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭/০

হায়দরাবাদের হয়ে ইনিংস ওপেন করলেন ময়ঙ্ক অগ্রবাল ও ট্র্যাভিস হেড। ১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭/০।

IPL Live Score: হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স

টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

SRH vs MI Live: বিশেষ জার্সিতে রোহিত-বরণ

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুশোতম ম্যাচ খেলতে নামছেন রোহিত। বিশেষ জার্সি দিয়ে তাঁকে সংবর্ধনা দিলেন সচিন তেন্ডুলকর। 

প্রেক্ষাপট

হায়দরাবাদ: আইপিএলের (IPL 2024) অন্য়তম সফল অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে ১০ বছর নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে পাঁচবার দলকে খেতাব জিতিয়েছেন। কিন্তু আচমকাই রোহিত শর্মার (Rohit Sharma) থেকে এই মরশুম শুরুর আগেই নেতৃত্বভার ছেঁটে ফেলা হয়। তাঁর বদলে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়া হয় মুম্বই শিবিরের। যদিও ক্যাপ্টেন হার্দিকের মুম্বইয়ের জার্সিতে প্রথম ম্য়াচ একেবারেই সুখকর হয়নি। এরইমধ্যে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে নিজের দুশোমত ম্য়াচ খেলতে নামতে চলেছেন হিটম্য়ান। 


টুর্নামেন্টের প্রথম বছরে ২০০৮ সালে ডেকান চার্জার্স দলে নিয়েছিল রোহিতকে। এরপর ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেন ডানহাতি ব্যাটার। সেখানেই ২০১৩ সালে অধিনায়ক নির্বাচিত হন। এরপর থেকে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ঘরের ছেলে হয়ে গিয়েছেন রোহিত। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৯৯ ম্য়াচ খেলেছেন রোহিত। মোট ৫০৮৪ রান করেছেন তিনি। ২৯.৩৯ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১২৯। মুম্বইয়ের জার্সিতে একটি সেঞ্চুরি ও ৩৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। 


রোহিতের ঝুলিতে শুধু আইপিএল নয়। দুটো চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোহিত মুম্বইয়ের জার্সিতে। উল্লেখ্য, শুরুর দিকে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের জার্সিতে ২০০৮-২০১০ পর্যন্ত খেলেছিলেন রোহিত। আইপিএল বল হাতে ডেকানের জার্সিতে একটি হ্যাটট্রিকও রয়েছেন হিটম্য়ানের। সেই দলের হয়ে ৪৫ ম্য়াচ খেলে মোট ১১৭০ রান করেছেন। ৪৪ ইনিংস খেলে মোট আটটি অর্ধশতরান হাঁকান। সেই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সর্বোচ্চ ছিল রোহিতের অপরাজিত ৭৯। ২০০৯ সালে ডেকান চার্জার্স আইপিএল খেতাব জিতেছিল। সেই দলের সদস্য় ছিলেন হিটম্য়ান। 


আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৪৪ ম্য়াচ খেলে ৬২৫৪ রান করেছেন রোহিত শর্মা। অপরাজিত ১০৯ রানের ইনিংসটি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। নেতৃত্বভার হারালেও ব্যাট হাতে কিন্তু প্রথম ম্য়াচেই নিজের জাত চিনিয়েছেন হিটম্য়ান। ২৯ বলে ঝোড়াে ৪৩ রানের ইনিংস তিনি খেলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে প্রথম জয় কি ছিনিয়ে নিতে পারবে তারা?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.