সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল (IPL 2024) এক বিচিত্র মঞ্চ। এখানে কে যে কবে আপনার বন্ধু, আর পরের মুহূর্তেই প্রতিপক্ষ, বাজি ধরতে পারবেন না। আর যদি ধরেও ফেলেন, হেরে যাবেন ডাহা।


গত মরশুমের শেষেও কেউ কি ভাবতে পেরেছিলেন যে, গৌতম গম্ভীর (Gautam Gambhir) লখনউ সুপার জায়ান্টস শিবির ছেড়ে বেরিয়ে আসবেন? যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs LSG) মেন্টর পদে? গম্ভীরকে প্রশ্ন করুন, তিনিও হয়তো পূর্বাভাস দিতে পারতেন না। গত মরশুমেই তো লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বচসায় আফগান তারকার পক্ষ নিয়ে কোহলির সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন গৌতি। কেউ কেউ বলেছিলেন, দলের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন গম্ভীর যে, কোহলির মতো মহাতারকার সঙ্গে বাগযুদ্ধে জড়ানো নিয়েও দুবার ভাবেননি।


এখন অবশ্য গোটা পর্ব যেন সুদূর অতীত। গত মরশুম পর্যন্ত যে দলের ভাল-মন্দের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গম্ভীর, সেই লখনউ সুপার জায়ান্টস এখন তাঁর প্রতিপক্ষ। রবিবাসরীয় ইডেনে কে এল রাহুল, কুইন্টন ডি'ককদের বিপক্ষ শিবিরে থাকবেন গম্ভীর। রাহুল, ক্রুণাল, ডি'ককদের নাড়ির খবর তো আপনার জানা, কার কোথায় শক্তি, দুর্বলতা, সবই আপনার নখদর্পণে। তাতে কি ম্যাচের অঙ্ক সাজাতে সুবিধা হবে? গম্ভীর হাসলেন। এবিপি লাইভের প্রশ্ন শুনে সাংবাদিক বৈঠকে বললেন, 'ওরাও তো আমাকে চেনে। প্রত্যেকেই একে অপরকে খুব ভালভাবে চেনে, জানে।' তারপর যোগ করলেন, 'মাঠে কী করব, সেটাই গুরুত্বপূর্ণ। সাড়ে তিন ঘণ্টা কীরকম ক্রিকেট খেললাম, সেটাই আসল। এই নয় যে, ওদের (পড়ুন লখনউ সুপার জায়ান্টস) জন্য আালাদা কিছু পরিকল্পনা তৈরি করলাম। আর আমি কী পরিকল্পনা করছি সেটা ওরা জানতেও পারল না। ওদের জন্যও একই ব্যাপার প্রযোজ্য। ওরাও আমার ব্যাপারে অনেক কিছু জানে। গত দুই মরশুমে কেকেআরের ক্ষেত্রেও এটা হয়েছিল। এই মুহূর্তে ব্যাপারটা সমান সমান। তবু বলব, যারা জেতে তারাই সেরা দল, যারা ভাল পরিকল্পনা করে তারা নয়।'


কলকাতায় পা রেখে কে এল রাহুলরা কি পুরনো মেন্টরের কথা শুনতে পেলেন?


আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।