বেঙ্গালুরুর: গোটা মরশুমে শুরু থেকে আরসিবি ব্যাকফুটে ছিল। কিন্তু তাঁর ব্যাটে বরবার ঝড় উঠেছে। আর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শনিবারের ম্য়াচে তো অবশ্যই তাঁর ব্যাটে ঝড় উঠবে এটাই স্বাভাবিক। যার শুরুটা দুর্দান্তভাবে করলেন কিং কোহলি। হাঁকালেন ৯৮ মিটার ছক্কা। এমন ছক্কা, যেখানে বল চিন্নাস্বামীর স্টেডিয়ামের একেবারে ছাদে পৌঁছে গেল। গোটা চিন্নাস্বামী উঠে দাঁড়িয়ে অভিবাদ জানালেন বিরাটের সেই ছক্কার। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত প্লে অফেই মোট ২০টি ছক্কা হাঁকিয়ে ফেললেন কোহলি।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রুতুরাজ গায়কোয়াড। প্রথম ওভার বল করতে এসে মাত্র ২ রান খরচ করেন তুষার দেশপাণ্ডে। কিন্তু এই তুষারের দ্বিতীয় ওভারের প্রথম বলেই লং লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কিং কােহলি। আইপিএলে কোনও এক ভেন্যুতে সর্বাধিক রান করার রেকর্ড এখন বিরাটের ঝুলিতে। চিন্নাস্বামীতে তিন হাজারের বেশি রান করে ফেললেন তিনি। রোহিত শর্মা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২৯৫ রান করেছেন। তৃতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্স ১৯৬০ রান করেছেন চিন্নাস্বামীতে।
চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে আছেন বিরাট। এদিন ৭৬ রান করলেই আইপিএলে একমাত্র ব্যাটার হিসেবে আট হাজার রন পূরণ করার নজির গড়বেন বিরাট। কিন্তু বৃষ্টি বাধা হয়ে আসে ম্য়াচের শুরুতেই। প্রথম তিন ওভারে আরসিবি বোর্ডে তুলে নিয়েছিল ৩১ রান। কিন্তু এরপরই বৃষ্টি নামে। এমনিতে বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু বৃষ্টি যদি ম্য়াচে বারবার বাধা আসে। তাহলে ম্য়াচ ভেস্তে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু আরসিবিকে ছিটকে যেতে হবে। প্লে অফের দৌড় থেকেই ছিটকে যাবে তারা। কারণ এদিন চেন্নাইকে শুধু হারালেই হবে না। ১৫০+ স্কোর প্রথমে ব্যাট করে করতে পারলে, সেক্ষেত্রে ১৮ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে আরসিবিকে।
এর আগে আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছিল কেকেআর। দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করেছেন রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে চতুর্থ স্থানের জন্যই মূলত লড়াই এখন আরসিবি ও চেন্নাই সুপার কিংসের।