সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতীয় ক্রিকেটের সেরা মুখ। তাঁর ব্যাটিং দেখার জন্য হা পিত্যেশ করে বসে থাকেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ভালবেসে ভক্তরা তাঁকে ডাকেন কিংগ বলে।


সেই বিরাট কোহলি (Virat Kohli) শুক্রবার পৌঁছে যাচ্ছেন কলকাতায়। রবিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। সেই ম্যাচ খেলার জন্য দুদিন আগেই তিলোত্তমায় পৌঁছে যাচ্ছেন বিরাট।


আইপিএলে (IPL 2024) হেরেই চলেছে আরসিবি। দশ দলের টুর্নামেন্টে তারা রয়েছে তলানিতে। দশ নম্বরে। সাত ম্যাচের মধ্যে ছটিতেই হেরে গিয়েছেন ফাফ ডুপ্লেসিরা। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। আইপিএলের প্লে অফের পথও ক্রমশ ঘোলাটে হচ্ছে আরসিবির।


তবে কোহলি রয়েছেন সম্পূর্ণ ভিন্ন মেরুতে। দল হারলেও ব্যাট হাতে দুরন্ত ছন্দে বিরাট। ৭ ম্যাচে ৩৬১ রান। একটি সেঞ্চুরি, জোড়া হাফসেঞ্চুরি। অরেঞ্জ ক্যাপের মালিকও কোহলিই। ৭২.২০ গড়ে রান করছেন। স্ট্রাইক রেটও ১৪৭.৩৪ বেশ ঈর্ষণীয়। আইপিএলের আগে প্রশ্ন তোলা হচ্ছিল, কোহলি কি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য সঠিক বিকল্প? রিঙ্কু সিংহ, তিলক বর্মাদের উত্থান দলে কোহলির জায়গা নিয়েই জল্পনা তৈরি করেছিল। তবে আইপিএলে দুরন্ত ছন্দে ব্যাট করে সব প্রশ্ন, সমালোচনা, জল্পনা মাঠের বাইরে উড়িয়েছেন কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি নিয়ে এখনও চর্চা চলছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঠিক ওপেনিং পার্টনার হতে পারেন কোহলিই।


আর সেই আবহেই কলকাতায় পা রাখছেন বিরাট। বেঙ্গালুরুতে আরসিবি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শুক্রবারই গোটা দলের সঙ্গে কোহলি কলকাতায় পৌঁছে যাবেন। তবে শুক্রবার সম্ভবত প্র্যাক্টিস করবেন না কেউই। শনিবার, কেকেআরের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগের দিন ইডেনে গা ঘামাবেন কোহলি, ডুপ্লেসি, দীনেশ কার্তিকরা।


চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে আরসিবির ডেরায় গিয়ে তাদের হারিয়ে এসেছিল কেকেআর। সেই ম্যাচে আরসিবি ব্যাটিং জমাট না বাঁধলেও, কোহলি ছিলেন দুরন্ত ছন্দে। ৫৯ বলে ঝোড়ো ৮৩ রান করেছিলেন। ইডেনের উইকেটেও বড় রান উঠছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান তুলেও ম্যাচ হেরে গিয়েছে কেকেআর। রবিবার কোহলির ব্যাটেও চার-ছক্কার ঝড় দেখা যাবে, আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।


আর সেই সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় টিকিটের চাহিদা গগনচুম্বী। রবিবারের সব টিকিট কার্যত নিঃশেষ। ইডেনের গেটে টিকিট প্রত্যাশীদের ভিড় লেগে থাকছে দিনভর। শাহরুখ খান রবিবার মাঠে থাকবেন কি না, নাইট শিবির থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তবে তিনি, কোহলি যে ব্যাট হাতে ইডেন জনতার হৃদয় জয় করতে নেমে পড়বেন, তা সংশয়াতীত।


শুক্রবার কোহলি কলকাতায় পা রাখলেই আইপিএল জ্বর দ্বিগুণ হওয়ার সম্ভাবনা।


আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।