সন্দীপ সরকার, কলকাতা: শনিবার শহর কলকাতা তখন পুড়ছে। ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) কাঠফাটা রোদ। রাস্তার পিচ গলে যাচ্ছে। প্রবল দাবদাহের মধ্যে ইডেন গার্ডেন্সে ঢুকে আপার টিয়ার থেকে দৃশ্যতা দেখলে যে কেউই নিজের মতিভ্রম হয়েছে কি না ভাবতে বসতে পারেন। 


রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। এবারের আইপিএলে (IPL 2024) কলকাতায় একমাত্র যে ম্যাচ নিয়ে টিকিটের হাহাকার। বিরাট-দর্শনের সুযোগ যে! তাই চুলোয় যাক গরম। নিকুচি করেছে তাপপ্রবাহের। মাঠে থাকা চাই-ই চাই।


আর সেই ম্যাচের আগের দিন কি না ইডেনে খোশমেজাজে গল্প-খুনসুটিতে মেতে বিরাট কোহলি (Virat Kohli) আর গৌতম গম্ভীর (Gautam Gambhir)! চোখ কচলেও দৃশ্যটা বদলাল না। বরং দুজনের খোশগল্প আরও গাঢ় হল।


যুদ্ধ এখন অতীত। গম্ভীর-কোহলির মধ্যে বিরল সখ্যতা। এবারের আইপিএলের হয়তো সেরা ছবি ধরা থাকল ইডেনেই। শুরুটা হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেদিনই স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় কোহলি-গম্ভীর আলিঙ্গনের ছবি ধরা পড়েছিল। কোথায় তখন গত আইপিএলের তিক্ততা?


গত আইপিএলে গম্ভীর তখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। লখনউ বনাম আরসিবি ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কোহলি। পরে সেই ঝামেলাতে জড়িয়ে পড়েন গৌতিও। কোহলি ও গম্ভীর - দুজনই দিল্লির ক্রিকেটার। দুজনের মধ্যে কোনওদিনই খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না।


তবে সেই বরফ গলেছে। কোহলিকে দেখলে এখন হাসিমুখে এগিয়ে যাচ্ছেন গম্ভীর। কোহলি পাল্টা জড়িয়ে ধরছেন। বৈরিতার সমাপ্তি ঘটেছে যেন। অন্তত লোকচক্ষুর সামনে তো বটেই।


কিন্তু রবিবার যখন বিরাট ব্যাট হাতে নামবেন ইডেনে, গম্ভীরকে হয়তো তাঁর জন্যই সবচেয়ে কঠোর প্যাঁচ ভেবে রাখতে হবে। কোহলির ব্যাট চলতে শুরু করলে যে কী হতে পারে, তা ভালমতোই জানেন গুরু গম্ভীর। শনিবার সাংবাদিক বৈঠকে এসে কেকেআর পেসার বৈভব অরোরাকেও শুনতে হল কোহলিকে আটকানোর কৌশল নিয়ে প্রশ্ন। বৈভব যদিও বলে গেলেন, 'শুধু কোহলির জন্য পরিকল্পনা নয়, গোটা দলের জন্যই কৌশল রয়েছে আমাদের।' 


দল হিসাবে আরসিবি হেরেই চলেছে। ৭ ম্যাচের মধ্যে ৬টিতে হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে। আর একটা ম্যাচে হার মানেই প্লে অফের স্বপ্নভঙ্গ। তবে ইডেনে কোহলির রেকর্ড স্বস্তিতে রাখবে না কেকেআর শিবিরকে। হাতে সেলাই নিয়ে এই মাঠে আইপিএলে সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখধাঁধানো শতরান। কোহলির কেরিয়ারে ইডেনে কম মণিমুক্ত নেই। রবিবারও বিরাটের ব্যাটে ঝড় মানে কেকেআরের কপাল পুড়তে পারে, ভালই জানে নাইট টিম ম্যানেজমেন্ট।


তাই সন্ধির আড়ালেও কোহলিকে নিয়ে অঙ্ক কষা থামছে না শাহরুখ খানের দলের।


আরও পড়ুন: Travis Head Exclusive: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আতঙ্ক, আইপিএলে কোন মন্ত্রে ধিক্কার বদলে গেল প্রেমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।