কলকাতা: গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কেরিয়ার শেষ হতে বসেছিল। চোট পেয়েছিলেন বাঁহাতে। বাঁহাতি বোলারের বাঁহাতে চোট মানে যে কত বড় ধাক্কা, ক্রিকেট বিশেষজ্ঞ নন এমন ব্যক্তিও অনায়াসে বলে দিতে পারবেন।
সেই চেতন সাকারিয়ার (Chetan Sakariya) সামনে আইপিএলের দরজাটা খুলে গেল অলৌকিকভাবে। আইপিএলের (IPL 2025) নিলামে নামই দিতে পারেননি। বাঁ হাত ঠিক মতো ঘোরাতে পারছিলেন না। অবসাদে ভুগছিলেন সাকারিয়া।
তাঁর অবস্থার কথা জেনে যোগাযোগ করেন ভরত অরুণ। এক সময় ভারতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন। এখন কেকেআরের বোলিং গুরু। গত মরশুমেও কেকেআরে খেলা সাকারিয়াকে ভরতই বলেন, নাইট শিবিরের সঙ্গে প্র্যাক্টিস করতে। কেকেআরের সঙ্গে নেট বোলার হিসাবে যোগ দেন সৌরাষ্ট্রের ক্রিকেটার।
তবে উমরন মালিক চোট পেয়ে ছিটকে যাওয়ায় অভাবিতভাবে দরজা খুলে গিয়েছে সাকারিয়ার সামনে। ফের আইপিএল পরিবারের সদস্য হয়ে কী বলছেন সাকারিয়া? সোমবার প্র্যাক্টিসের আগে সাকারিয়া বলেছেন, 'আমি খুব খুশি। মনে হচ্ছে এই দলেই ছিলাম। আগের মরশুমে খেলে পরেরবার সেই দলের হয়ে মাঠে নামলে যেমন মনে হয় সেরকমই অনুভূতি। চেন্নাইয়ের সেই ট্রফি জয়ের রাতের স্মৃতি এখনও টাটকা।'
এই ইডেনেই বছর কয়েক আগে তাঁর ভয়ঙ্কর স্পেল রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা শিবিরে আঁধার নামিয়েছিল। রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই ইডেনে দাঁড়িয়েই সাকারিয়া বললেন, 'কেকেআর ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমার ওপর ভরসা রেখেছে। আমিও মানসিকভাবে খুব ভাল জায়গায় রয়েছি। দল যেমন আস্থা রেখেছে, আমিও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। দুদিক থেকেই ভারসাম্যটা রয়েছে।'
কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ ও মেন্টর ডোয়েন ব্র্যাভোকে নিয়ে উচ্ছ্বসিত বাঁহাতি পেসার। সাকারিয়া বলছেন, 'ভরত অরুণ স্যর ও ডি জে ব্র্যাভোর সঙ্গে প্রস্তুতিতে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল – দুরকম দিকই ঝালিয়ে নেওয়া যাচ্ছে। পরিকল্পনা নিয়ে কথা বলতে হলে ডি জে ব্র্যাভোর কাছে যেতে পারি। আবার বোলিংয়ের ছন্দ বা টেকনিক্যাল কোনও সমস্যা হলে সেগুলো দূর করার জন্য ভরত স্যর আছেনই। দুজনের কাছে ক্লাস করেই খুব উপকৃত হচ্ছি।' যোগ করেছেন, 'খুব প্রাণশক্তি টের পাচ্ছি। কেকেআরের প্র্যাক্টিস সব সময়ই প্রাণশক্তিতে ভরপুর থাকে। সকলেই দারুণ চনমনে রয়েছে।'
আরও পড়ুন: ইডেনে আইপিএলের উদ্বোধন ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যেতে পারে? তৈরি হল বড় আশঙ্কা