সন্দীপ সরকার, কলকাতা: কীভাবে ব্যাখ্যা করা যায় ইডেনে (Eden Gardens) উদ্বোধনী ম্যাচের ফলকে?


কেউ কেউ বলছেন, বিরাট রাজার রাজত্ব। কারও মতে, কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে রইলেন ফিল সল্ট!


আইপিএলের (IPL) চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। ঘরের মাঠে নিভল শাহরুখ খানের দলের প্রদীপ। কার্যত একপেশে ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে জয়ের নায়ক আরসিবি বোলারদের পাশাপাশি ব্যাট হাতে দুই তারকা।


একজন, বিরাট কোহলি। যাঁকে ম্যাচের আগে আইপিএলের ইতিহাসে 'ওজি' বা মস্তান বলে প্রশংসা করেছেন খোদ শাহরুখ। রান তাড়া করতে নেমে বিরাট ফের চেজমাস্টার। ম্যাচ শুরু হওয়ার আগে কেকেআর মালিকের সিনেমার সুপারহিট গান ঝুমে যো পাঠানে নেচেছিলেন কোহলি। বাইশ গজে ব্যাট করার সময় নাচালেন নাইট বোলারদের। একটা কঠিন ক্যাচ রামনদীপ সিংহ ফেলেছেন বটে। তবে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করে কোহলি প্রমাণ করে দিলেন, অধরা আইপিএলের জন্য কতটা মরিয়া তিনি।


দ্বিতীয়জন গত আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য। নাইটদের ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন ফিল সল্ট। তাঁর ও সুনীল নারাইনের শুরুর ব্যাটিং ঝড় তছনছ করে দিত বিপক্ষের পরিকল্পনা। সল্ট শনিবারও ঝড় তুললেন। তফাত বলতে, তিনি ঝোড়ো ইনিংস খেললেন আরসিবি জার্সিতে। পুরনো দল কেকেআরের বিরুদ্ধে। সেই কেকেআর, যারা গত মরশুমের ওই পারফরম্যান্সের পরেও সল্টকে ছেড়ে দিয়েছিল। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি। ৩১ বলে ৫৬ রানের ইনিংস পাওয়ার প্লে-র মধ্যেই সল্ট নিশ্চিত করে দিলেন, কেকেআরের কাটা ঘায়ে নুনের ছিটে থাকছেই।


১৭৫ রান তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট খুইয়ে লক্ষ্যপূরণ আরসিবি-র। গত আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই কেকেআরের কাছে হারতে হয়েছিল আরসিবিকে। এবার মধুর প্রতিশোধ। তাও নাইটদের ডেরায়।


 






সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার ব্যর্থ। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা নিষ্প্রভ। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক বরুণ চক্রবর্তী প্রথম ওভারে দিলেন ২১ রান। ইমপ্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা ৩ ওভারে বিলোলেন ৪২। যা পরিস্থিতি, শনিবার রাতেই না কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোকে খাতা-পেন নিয়ে বসে পড়তে হয়।


আইপিএলের শুরুর ধাক্কা কাটাতে কেকেআরের কো