MI vs PBKS Live: ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব, লাইভ আপডেট
IPL 2025 Live: ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব। ১৯ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে গেল। নিশ্চিত হয়ে গেল, প্রথম দুইয়ে থাকবেনই শ্রেয়স আইয়াররা।

Background
জয়পুর: প্লে অফ আর মাত্র ২ দিন পরেই। এখনও কোয়ালিফায়ার ১ এ কোন দুটো দল খেলতে তা নিশ্চিত নয়। আইপিএলের ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে শেষ কবে হয়েছে , মনে পড়ছে না। চারটি দল প্লে অফে নিশ্চিত হয়ে গেলেও এখন লড়াই তাঁদের মধ্য়ে প্রথম দুইয়ে থাকার। আজ যে লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছে, কেউ কিন্তু কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। অন্য়দিকে পঞ্জাব জয় ছিনিয়ে নিয়েছে ১৫ ম্য়াচে। তবে ২০১৯ সাল থেকে দুটো দলই পাঁচটি করে ম্য়াচ জিতেছে একে অপরের বিরুদ্ধে। অর্থাৎ ১০ ম্য়াচে মুখোমুখি হয়েছে সমসংখ্যক ম্য়াচ জিতেছে হার্দিক ও শ্রেয়সের দল।
পঞ্জাব কিংস এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। কিন্তু দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে আদৌ এই গুরুত্বপূর্ণ ম্য়াচে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। আগের ম্য়াচে একাদশের বাইরে ছিলেন তারকা লেগস্পিনার। এই ম্য়াচেও হয়ত পুরো ফিট নন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। মুম্বইয়ের মিডল অর্ডারে হার্দিক, সূর্যকুমার রয়েছেন। দুই অভিজ্ঞ ও ফর্মে থাকা ব্যাটারকে থামানোর জন্য শ্রেয়সের তুরুপের তাস হতে পারেন চাহাল। তবে তিনি যদি একান্তই না খেলেন, তবে তাঁর পরিবর্তে হয়ত প্রবীণ দুবেকে খেলানো হতে পারে। এছাড়া স্পিন বিভাগে খেলবেন হরপ্রীত ব্রার। আর কোনও বদল হয়তো পঞ্জাব শিবিরে হবে না। ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে সুযোগ না পেলেও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন শ্রেয়স আইয়ার। আগের ম্য়াচেই শতরানও হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এদিনও বড় ইনিংস খেলে দলকে সাহায্য করতে চাইবেন শ্রেয়স।
View this post on Instagram
অন্য়দিকে মুম্বই ইন্ডিয়ান্স এই ম্য়াচে তাঁদের আগের ম্য়াচের একাদশই খেলাবে হয়ত। পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা, দীপক চাহার ত্রয়ী গোটা টুর্নামেন্টে সমস্যা তৈরি করেছেন প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের সামনে। এছাড়া কর্ণ শর্মা ও মিচেল স্যান্টনার স্পিন বিভাগ সামলাচ্ছেন। মুম্বই শিবিরে চোট আঘাতের কোনও খবর নেই।
দুটো দলের কাছেই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে জায়গা করে নেওয়ার। কারণ রান রেট একটা বড় ভূমিকা নিয়ে নিয়েছে গতকাল রবিবার গুজরাত টাইটান্স হেরে যাওয়ার পর।
IPL Live Score: ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব
প্রিয়াংশ আর্য ও জস ইংলিস। দুজনই করলেন হাফসেঞ্চুরি। দুজনের ব্যাটের চাবুকে জব্দ মুম্বইয়ের বোলিং। ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল পঞ্জাব। ১৯ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে গেল। নিশ্চিত হয়ে গেল, প্রথম দুইয়ে থাকবেনই শ্রেয়স আইয়াররা।
PBKS vs MI Live: ১৫ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৪৬/২
৩৫ বলে ৬২ রান করে ফিরলেন প্রিয়াংশ। ১৫ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৪৬/২।




















