IPL 2025: শামির মতোই চিয়ারলিডারের সঙ্গে বিয়ে হয় কেকেআরের এই তারকার, কীভাবে হয়েছিল আলাপ?
KKR: শামির মতোই এক চিয়ারলিডারের সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে হয়েছিল কেকেআরের আর এক তারকারও।

কলকাতা: খেলতে খেলতে আলাপ। তারপর প্রেম। বিয়ে। সংসার।
চিয়ারলিডারের সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক। মহম্মদ শামিই একমাত্র তারকা নন, যিনি চিয়ারলিডারকে বিয়ে করেছিলেন। তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এক তারকাও।
শামি তখন কেকেআরে খেলেন। চিয়ারলিডার তুলে আনার একটি রিয়ালিটি শোয়ে তাঁর সঙ্গে আলাপ হয় হাসিন জাহানের। তারপর হাসিনের সঙ্গে ফাস্টবোলারের প্রেম, বিয়ে। দুজনের এক কন্যাসন্তানও হয়। আইরা। তবে শামির সেই সম্পর্ক সুখের হয়নি। স্ত্রী হাসিনের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন হাসিন। সেই মামলা এখনও আদালতের বিচারাধীন। শামি এখন কলকাতায় থাকেন না। দক্ষিণ কলকাতায় তাঁর বাড়িতেই থাকেন হাসিন। মেয়ে আইরাকে নিয়ে। শামি থাকেন উত্তর প্রদেশের আমরোহায় নিজের ফার্মহাউসে।
শামির মতোই এক চিয়ারলিডারের সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে হয়েছিল কেকেআরের আর এক তারকারও। তিনি, কুইন্টন ডি'কক। তাঁর স্ত্রী সাশা হার্লির সঙ্গে আলাপ, প্রেম ও বিয়ের কাহিনি হার মানায় সিনেমার গল্পকেও।
কীভাবে দুজনের আলাপ? সাশা হার্লি একজন চিয়ারিডার ছিলেন। যে তরুণীরা মাঠের ধারে দাঁড়িয়ে নাচের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। টি-২০ ক্রিকেট আরও আকর্ষণীয় করে তোলেন। প্রত্যেকটি বাউন্ডারি, ওভার বাউন্ডারি কিংবা উইকেট পড়ার পরই চিয়ারলিডারদের পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করে ক্রিকেটারদেরও।
সাল ২০১২। তখন আইপিএলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের টি-২০ লিগের সেরা দলগুলিকে নিয়ে হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। হাইভেল্ড লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন কুইন্টন ডি'ককের সঙ্গে আলাপ হয় সাশা হার্লির। ক্রমে সেই পরিচয় থেকেই হয় প্রেম। প্রেম ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। তিন বছর ধরে তাঁরা প্রেম করেন। ২০১৬ সালে দক্ষিণ আফ্রকার তারকা ক্রিকেটার কুইন্টনের সঙ্গে সাশার বিয়ে হয়। কুইন্টন ডি'কক ও সাশার প্রেমকাহিনি পূর্ণতা পায়।
View this post on Instagram
হাসিন জাহানের মতোই বিয়ের পর থেকে সাশাকে আর চিয়ারলিডার হিসেবে মাঠে দেখা যায়নি। বিয়ের পর স্ত্রীকে যত্নে রেখেছেন প্রোটিয়া তারকা। আইপিএল চলাকালীন কুইন্টন ডি'কক বলেছিলেন, 'আমি বাড়িতে রান্না করি। আমার স্ত্রী আরাম করে। আমিই সব রান্না করি।' ২০২২ সালে কুইন্টন ও সাশার ঘর আলো করে আসে কন্যা কিয়ারা।



















