মুম্বই: চোটের জন্য ছিটকে গিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লা গজনফর। আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। তবে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়ে নিল মুকেশ ও নীতা অম্বানির দল। গজনফরের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হল আফগানিস্তানেরই এক তরুণকে।
গজনফরের পরিবর্তে মুজিব উর রহমানকে (Afghanistan spinner Mujeeb Ur Rahman) দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবারই আনুষ্ঠানিকভাবে হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মাদের দলের তরফ থেকে সেই ঘোষণা করে দেওয়া হল।
আফগান ক্রিকেটার মুজিবকেও বিস্ময় স্পিনার হিসাবেই পরিচয় দেওয়া হয়। গোটা বিশ্বেই তিনি বিভিন্ন টুর্নামেন্টে ব্যাটারদের সমস্যার মুখে ফেলেন। মুজিবের পরিসংখ্যানও ঈর্ষণীয়। ২৫৬ টি-২০ ম্যাচে ২৭৫ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী স্পিনার। মাত্র ৬.৭৫ ইকনমি রেট রেখে। অর্থাৎ, ওভার প্রতি মাত্র ৬.৭৫ রান করে খরচ করেছেন মুজিব। যা টি-২০ ক্রিকেটের নিরিখে প্রশংসনীয় রেকর্ড।
আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে
মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফে জানানো হয়েছে, গজনফরের পরিবর্তে আফগানিস্তানেরই মুজিবকে দলে নেওয়া হয়েছে। গজনফরের দ্রুত আরোগ্যও প্রার্থনা করা হয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের তরফে।
আফগানিস্তানের ১৮ বছরের তরুণ ক্রিকেটার গজনফরকে অন্তত পক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি। যে কারণে চার মাস মাঠের বাইরে কাটাতে হবে তরুণ লেগস্পিনারকে। আইপিএলেও তাঁর খেলার সম্ভাবনা নেই।
১৮ বছরের রহস্য স্পিনার গজনফরকে নিলামের টেবিল থেকে ৪ কোটি ৮০ লক্ষ টাকার বিরাট মূল্যে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের দলের নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন তিনি। তবে গজনফর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোটে।
আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?