IPL 2025: পঞ্জাব কিংস শিবিরে দুঃসংবাদ, গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল
Glenn Maxwell: গ্লেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরেছে বলে জানান পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার।

নয়াদিল্লি: নিজেদের প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জয়ের আশায় এ মরশুমে মাঠে নেমেছে পঞ্জাব কিংস। নিলামে গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়েছে দলে। কোচিংয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। পন্টিং-শ্রেয়স ফর্মুলা আইপিএলে সবসময়ই সুপারহিট। এর আগে অধিনায়ক ও কোচ হিসাবে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকাকালীন প্রতিবারই ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তাঁরা। এ মরশুমে পঞ্জাবের হয়েও তাঁরা ফুল ফোটাচ্ছেন। প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছে পঞ্জাব। তবে সেই ম্যাচের টসেই পঞ্জাব অনুরাগীদের খারাপ খবর দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
শ্রেয়স জানান দলের তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর আঙুল ভেঙেছে। টসে শ্রেয়স বলেন, 'দুর্ভাগ্যবশত ওর আঙুলে চিড় ধরেছে। আমরা অবশ্য এখনও ওর বিকল্প হিসাবে কাউকে নিশ্চিত করিনি।' ৪.২ কোটি টাকায় কেনা ম্যাক্সওয়েল সত্যি বলতে যে কয়টি ম্যাচ খেলেছেন, তাতে তেমন সাফল্য পাননি। আটের গড়ে তিনি মাত্র ৪৮ রান করেছেন। বলে নিয়েছেন চার উইকেট। তাই ম্যাক্সওয়েলের অনুপস্থিতির প্রভাব অন্তত ফর্মের নিরিখে খুব একটা পড়ার কথা নয়। তবে বাকিটা সময়ই বলবে।
🚨 Toss 🚨@PunjabKingsIPL won the toss and elected to field against @ChennaiIPL
— IndianPremierLeague (@IPL) April 30, 2025
Updates ▶️ https://t.co/eXWTTv7Xhd #TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/xFdgaB2zOx
এদিন ম্যাক্সওয়েলের জায়গায় সিএসকের বিরুদ্ধে ওমরজ়াইকে দলে নেয় পঞ্জাব কিংস। টস জিতে সিএসকের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। ম্যাচে হারানোর কিছুই ছিল না সিএসকের। পয়েন্ট টেবিলে সবার নীচে তারা। তবুও শেষ পাঁচ ম্য়াচে যদি জয় হাসিল করা যায় তবে পয়েন্ট টেবিলে কিছুটা ভাল পরিস্থিতিতে থেকে এবারের মরশুম শেষ করবে চেন্নাই সুপার কিংস। তার প্রথম লড়াইটা ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ। আর সেই লড়াইয়ে প্রথম হার্ডলটা কিন্তু দারুণভাবে জিতে নিল মহেন্দ্র সিংহ ধোনির দল। সৌজন্যে স্যাম কারানের ঝোড়ো অর্ধশতরান। ৪৭ বলে ৮৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন। যদিও শেষবেলায় চিপক মাতিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল। তিনি হ্যাটট্রিক করলেন। একই ওভারে ধোনি সহ ফেরালেন চারজনকে। শেষ পর্যন্ত ১৯০ রানে অল আউট হয়ে গেল সিএসকে।




















