(Source: Poll of Polls)
RCB vs SRH Innings Highlights: মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পেলেন না ঈশান, রানের পাহাড়ে হায়দরাবাদ, কঠিন চ্যালেঞ্জ কোহলিদের
IPL 2025: শুক্রবার তিন নম্বরে ব্য়াট করতে নেমে ফের আগ্রাসী ইনিংস ঈশানের। ২৮ বলে হাফসেঞ্চুরি করেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির দশ ইনিংস পর রান পেলেন।

লখনউ: এক দল প্লে অফে (IPL Play Off) জায়গা পাকা করে ফেলেছে। অন্য দল প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে।
শুক্রবার আইপিএলে মুখোমুখি সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। যে ম্যাচে হায়দরাবাদের হারানোর কিছু নেই। তবে আরসিবি-র এই ম্যাচ থেকেও অনেক কিছু পাওয়ার আছে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জেতা মানে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ান খেলার সুযোগ মিলবে।
তবে হায়দরাবাদ যে কতটা বিপজ্জনক হতে পারে, দেখিয়ে দিল লখনউয়ের একানা স্টেডিয়ামে। ম্যাচটি আরসিবির হোম ম্যাচ। হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির আশঙ্কায় সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ে। টস জিতে হাদরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আরসিবি। রানের পাহাড়ে পৌঁছে গেল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ তুলল ২৩১/৬।
শুরুটা করেছিলেন ট্র্যাভিষেক। ট্র্যাভিস হেড আগের ম্যাচে খেলেননি। ফিট হয়ে আরসিবির বিরুদ্ধে নামলেন। ১০ বলে করলেন ১৭ রান। মারমুখী মেজাজে ব্যাট করছিলেন অভিষেক শর্মা। ১৭ বলে দুশো স্ট্রাইক রেট রেখে ৩৪ রান করলেন পঞ্জাবের তরুণ। তাঁদের দাপটে ৪ ওভারে ৫৪ রান তুলে ফেলে হায়দরাবাদ।
সেই যে রানের গাড়ি ছুটতে শুরু করে, গোটা ম্যাচে আর তা থামেনি। ফিফথ গিয়ারে ব্যাটিং করতে থাকেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারকে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলাম থেকে তাঁকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। তবে তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন। শুক্রবার তিন নম্বরে ব্য়াট করতে নেমে ফের আগ্রাসী ইনিংস ঈশানের। ২৮ বলে হাফসেঞ্চুরি করেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির দশ ইনিংস পর রান পেলেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি।
Innings break!
— IndianPremierLeague (@IPL) May 23, 2025
Ishan Kishan's magnificent leading act of 9⃣4⃣* to go along with useful cameos power #SRH to 231/6 🔥
Will #RCB chase down the BIG 🎯 ?
Updates ▶ https://t.co/sJ6dOP9ung#TATAIPL | #RCBvSRH | @SunRisers pic.twitter.com/F5obBrbQRA
মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন ও অনিকেত বর্মা ঝোড়ো ইনিংস খেলেন। ১৩ বলে ২৪ রান ক্লাসেনের। ৯ বলে ২৬ অনিকেতের। শেষ দিকে চালিয়ে খেলে ৬ বলে ১৩ রানে অপরাজিত রইলেন প্যাট কামিন্স।




















