কলকাতা: তিনি শুধু কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিকই নন, দলের সবচেয়ে বড় চিয়ারলিডারও। কে ভুলতে পারে ২০১৪ আইপিএলে কেকেআরের জয়ের পর মাঠেই তাঁর সামারসল্ট? কিংবা নাইটদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ইডেনের বি ব্লকের ব্যালকনির রেলিং বেয়ে ওপরে উঠে পড়া?
শাহরুখ খান (SRK) অবশ্য এখন ফ্র্যাঞ্চাইজি মালিক হিসাবে আগের চেয়েও বেশি পরিণত। দলের ভাল সময়ে উৎসব করেন। খারাপ সময়ে পাশে থাকেন। আর দেন ভরসা। ম্যায় হুঁ না।
এবার আইপিএলে কেকেআরের সামনে ট্রফি ধরে রাখার লড়াই। গতবারের চ্যাম্পিয়ন দল যে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই আইপিএলে অভিযান শুরু করছেন নাইটরা। তার আগে টিম মালিকের পেপ টক পেয়ে উজ্জীবিত অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহরা।
শনিবার আইপিএলের উদ্বোধন। সন্ধ্যা ৬টায় শুরু উদ্বোধনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ শাহরুখই। সঙ্গে থাকবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। তারপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। কেকেআর বনাম আরসিবি। সুনীল নারাইন বনাম বিরাট কোহলির মারমার কাটকাট লড়াই।
শুক্রবার সন্ধ্যায় শহরে পৌঁছে গিয়েছেন শাহরুখ। বিমানবন্দর থেকেই তিনি পৌঁছে যান বাইপাসের ধারে কেকেআরের টিম হোটেলে। সেখানে তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, উৎসাহ দেন।
কেকেআরের অধিনায়ক হিসাবে এবার দেখা যাবে রাহানেকে। গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। শাহরুখ এসেই রাহানেকে আলিঙ্গন করেন। বলেন, 'অজিঙ্ক, আমাদের দলে যোগ দেওয়ার জন্য আর অধিনায়ক হওয়ার জন্য ধন্যবাদ।' কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে তিনি বলেন, 'স্যর, আপনি গোটা দলকে চাঙ্গা রেখেছেন। আপনার কাছে কৃতজ্ঞ।' দলের সকল ক্রিকেটারদের উদ্দেশে শাহরুখ বলেন, 'তোমরা সকলে ভাল থাকো। সুস্থ থাকো। খুশি থাকো। ঈশ্বর তোমাদের সহায় হোক।'
ক্রিকেটারদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন শাহরুখ। উৎসাহ দেন। বরাবরই রিঙ্কু সিংহকে ভীষণ পছন্দ করেন তিনি। রিঙ্কুকে দেখেই জড়িয়ে মাথায় চুমু খান বাদশা। বেঙ্কটেশ আইয়ারকেও জাদু কী ঝাপ্পি দেন। দুই ক্যারিবিয়ান তারকা - সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল বাজিগরের কাছের দুই ক্রিকেটার। তাঁদেরও আলিঙ্গন করেন। কেকেআরের নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভোর সঙ্গে আলাদা করে কথা বলেন।
সব মিলিয়ে বাদশার ছোঁয়ায় আরও চনমনে নাইট শিবির।