(Source: Poll of Polls)
SRH vs DC Innings Highlights: কামিন্সের গতিতে নিজামের শহরে ছারখার দিল্লি, সহজ লক্ষ্য হায়দরাবাদের সামনে
IPL 2025: কামিন্সের পেসের আগুনে ছারখার হল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ১৩৩/৭ স্কোরে আটকে গেল দিল্লি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট কামিন্সের।

হায়দরাবাদ: তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক । আইপিএলে (IPL 2025) দলের নেতৃত্বের গুরুভারও তাঁর ওপর । সবচেয়ে বড় কথা, তিনিই দশ দলের টুর্নামেন্টে একমাত্র অধিনায়ক, যিনি ভারতীয় নন ।
তবু এবারের আইপিএলে যেন ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন প্যাট কামিন্স । ঘুরে দাঁড়ালেন এমন এক ম্যাচে, যে ম্যাচ তাঁর দলের কাছে যেমন মরণ-বাঁচন, তেমনই বদলে দিতে পারে গোটা আইপিএল পয়েন্ট টেবিলের চেহারাও ।
কামিন্সের পেসের আগুনে ছারখার হল দিল্লি ক্যাপিটালস । প্রথমে ব্যাট করে ১৩৩/৭ স্কোরে আটকে গেল দিল্লি । ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট কামিন্সের । তাঁর শিকারের তালিকায় কারা?
করুণ নায়ার, ফাফ ডুপ্লেসি ও অভিষেক পোড়েল । দিল্লি ক্যাপিটালস ব্যাটিংয়ের প্রথম তিন নাম । শুরুতেই অজি পেসারের গোলাগুলিতে এমন বিপন্ন হয়ে পড়ল দিল্লি যে, গোটা ইনিংসে তার ক্ষত মেরামত করতে হল । তাঁদের জন্যই লড়াই করার মতো স্কোর বোর্ডে তুলতে পারল দিল্লি। ৩৬ বলে ৪১ রানে অপরাজিত রইলেন ট্রিস্টান স্টাবস। ২৬ বলে ৪১ রান করলেন আশুতোষ। একটি করে উইকেট জয়দেব উনাদকাট, হর্ষল পটেল ও এহসান মালিঙ্গার।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) May 5, 2025
A dominant bowling effort from #SRH led by Pat Cummins restricts #DC to 1⃣3⃣3⃣
Updates ▶ https://t.co/1MkIwk4VNE#TATAIPL | #SRHvDC | @SunRisers pic.twitter.com/JFGWH7AhjD
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স । তাঁর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, মাঠে বল হাতে সেটাই যেন প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন ডানহাতি পেসার । পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়াল ২৬/৪ । দেওয়াল লিখনও যেন সেই থেকেই পড়া যাচ্ছিল ।
তবু দিল্লিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচালেন ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা । সপ্তম উইকেটে ক্রিজ কামড়ে পড়ে থেকে ৬৬ রান যোগ করলেন দুজনে । শুরুতে সতর্ক হয়ে ইনিংস গড়লেন দুজনই । পরে আক্রমণাত্মক শট খেললেন ।
Audacious Ashutosh Sharma's 'impactful' knock of 41(26) under pressure 👏
— IndianPremierLeague (@IPL) May 5, 2025
🔽🎥 WATCH his confident knock | #TATAIPL | #SRHvDC




















