Kohli On Shreyas: শ্রেয়স আউট হতেই হুঙ্কার কোহলির, পুরনো শত্রুতার জের? মুখ ঢাকলেন প্রীতি জিন্টা
Preity Zinta Reaction: এদিন ভাইরাল হয়েছে প্রীতি জিন্টার অভিব্যক্তিও। পঞ্জাব কিংসের প্রত্যেক ম্যাচে মাঠে হাজির হয়ে যান প্রীতি।

মুল্লাপুর: পঞ্জাব কিংস (PBKS vs RCB) ইনিংসের চতুর্থ ওভার। জস হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন শ্রেয়স আইয়ার। উইকেটের পিছনে কোনও ভুল করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার জিতেশ শর্মা।
মাত্র ৩ বলে ২ রান করে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আউট হতেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। ফের দেখা গেল পুরনো কোহলির ঝলক। আগ্রাসী সেলিব্রেশন করে দলের শরীরী ভাষাকে যেন আরও আক্রমণাত্মক করে তুললেন আরসিবি তারকা। যিনি বরাবর মাঠে যোদ্ধার মতো আচরণ করেন। বাইশ গজ যেন তাঁর কাছে রণক্ষেত্র। জেতার মরিয়া তাগিদ নিয়ে মাঠে নামেন প্রত্যেকবার।
What an energy burst from Virat Kohli after taking PBKS wickets! 🔥
— Priyaranjan Bhagat (@priyaranjankr92) May 29, 2025
Vintage aggression, unmatched passion 💪
This man lives and breathes every moment on the field! 👑#ViratKohli #RCBvsPBKS #IPL2025 pic.twitter.com/qIb20vuNZ9
নুয়ান থুসারার পরিবর্তে বৃহস্পতিবার আরসিবির একাদশে ফেরানো হয় অস্ট্রেলীয় পেসার হ্যাজলউডকে। আর তিনি ফিরতেই পাল্টে যায় আরসিবি বোলিংয়ের চেহারা। হ্যাজলউডের বলের বাড়তি বাউন্স সামলাতে না পেরে উইকেটের পিছনে খোঁচা দিয়ে বসেন শ্রেয়স। জিতেশ ক্যাচ নিতেই আগ্রাসী উৎসব শুরু করে দেন কোহলি। আরসিবি ডাগ আউটের দিকে তাকিয়ে। গোটা মাঠ তখন যেন উজ্জীবিত। কে বলবে যে, পঞ্জাব কিংস খেলতে নেমেছে ঘরের মাঠে।
This fire Celebrations of Virat Kohli we will miss in Test Cricket. 🔥🥺#RohitSharma #ViratKohli #KLRahul #IPL2025 #RCB #RCBvsPBKS pic.twitter.com/td4rd5y2Ga
— Monish (@Monish09cric) May 29, 2025
কোয়ালিফায়ার ওয়ানে শ্রেয়স ব্যাট হাতে ব্যর্থ হতেই কোহলির সেলিব্রেশন অনেককে মনে করিয়ে দিচ্ছে দুই তারকার অতীত ঝামেলার কথা। চলতি আইপিএলেই গ্রুপ পর্বের ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি ও শ্রেয়স। যা নিয়ে বিতর্কও হয়েছিল। অনেকেই বলছেন, এদিন শ্রেয়স ব্যর্থ হতে যেন সেই শত্রুতাই ঝালিয়ে নিলেন কোহলি।
Preity Zinta is heart broken 💔 #RCBvsPBKS #Qualifier1 pic.twitter.com/1eilMkql9b
— Meme Patakha (@MemePatakha23) May 29, 2025
এদিন ভাইরাল হয়েছে প্রীতি জিন্টার অভিব্যক্তিও। পঞ্জাব কিংসের প্রত্যেক ম্যাচে মাঠে হাজির হয়ে যান প্রীতি। বৃহস্পতিবার মুল্লাপুরেও তিনি সাদা সালোয়ার কামিজ পরে গ্যালারিকে আরও রঙিন করে তুললেন। যদিও দলের ব্যাটিং বিপর্যয়ে তাঁর মুখের হাসি পর্যবসিত হল হতাশায়। মুখ ঢাকতেও দেখা গেল পঞ্জাব কিংসের টিম মালকিনকে।




















