IPL 2026: ট্রেডিংয়ের মাধ্য়মে মহাতারকাকে নিতে আগ্রহী কেকেআর, ছেড়ে দেওয়া হতে পারে রাসেলকেও!
Andre Russell: কেকেআরের হয়ে এক দশকের অধিক সময় খেলে নাইট রাইডার্সের হয়ে দুইটি আইপিএল খেতাব জিতেছেন আন্দ্রে রাসেল।

নয়াদিল্লি: আইপিএলের মরশুম (IPL 2026) শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে আগামী মরশুমের আগে দলবদলের না না খবর নিয়ে ইতিমধ্যেই শোরগোল। গতবারে হতাশাজনক পারফরম্যান্সে পর আসন্ন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে বেশ কিছু রদলবদল হতে পারে। রিপোর্ট অনুযায়ী কেকেআর আন্দ্রে রাসেলকে (Andre Russell) পর্যন্ত ছেড়ে দিতে পারে।
আইপিএলের ট্রেড উইন্ডো বর্তমানে খোলা। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। এই উইন্ডোতে সঞ্জু স্যামসনের বড় তারকার দলবদলের খবর শোনা গেলেও, এখনও সরকারিভাবে কিছুই হয়নি। এই উইন্ডোতেই কেকেআর এক তারকাকে দলে নিতে মরিয়া। তিনি কেএল রাহুল। TOI-র রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারকে কেকেআর দলে পেতে নাকি তারকা অলরাউন্ডার, তথা বহু যুদ্ধের ঘোড়া রাসেলকেও ছেড়ে দিতে আগ্রহী।
গত মরশুমে কেকেআর একাধিক সমস্যার সমাধান করতে পারেন রাহুল। তিনি টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি কিপিংয়ের দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি রাহুল অতীতে একাধিক আইপিএল দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই কারণে তিনি কেকেআরের পরবর্তী অধিনায়ক পর্যন্ত হতে পারেন। এই একই কারণে কেকেআর সঞ্জু স্য়ামসনকে দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা অনেকটাই কমে এসেছে। সময় যত এগোচ্ছে, ততই কেকেআরের রাহুলের প্রতি আগ্রহের খবর সামনে আসছে।
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল রাহুলকে। তবে আগামী মরশুমে আরও একটি নতুন দলে দেখা যেতে পারে রাহুলকে। আপাতত যা সূত্রের খবর, শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর না কি কর্ণাটকী ব্যাটারকে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। দিল্লির জার্সিতে ১৩ ম্য়াচে ৫৩৯ রান করেছিলেন রাহুল। ৫৩.৯ গড়ে ব্য়াটিং করেছিলেন ডানহাতি এই ব্যাটার।
রাহুলের মত সঞ্জু স্যামসনকেও অনেক ফ্র্যাঞ্চাইজি দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন স্যামসন। এটাই মোটামুটি চূড়ান্ত। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস স্যামসনকে নেওয়ার চেষ্টা করছে পুরোদমে। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে কথাও চলছে দিল্লির। যদিও দুজন ক্রিকেটারের সঙ্গে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি চুক্তি চূড়ান্ত করে নেয়, তাহলে রাহুল ও স্যামসনকে নতুন জার্সিতে আগামী আইপিএল মরশুমে খেলতে দেখা যাবে।
তবে এখনও পর্যন্ত এই গোটা বিষয়টিই জল্পনার পর্যায়ে রয়েছে। তাই নিশ্চিতভাবে কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না।




















