দুবাই: তাঁকে পেতে যে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স, পূর্বাভাস ছিলই। সেই মতো নিলামের শুরুতেই তাঁকে নিয়ে ঝড় উঠল। দর কষাকষি শুরু করল কেকেআর (KKR)। কিন্তু চড়া দর হাঁকতে শুরু করল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)। শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কেকেআরের মুঠো থেকে রোভম্যান পাওয়েলকে ছিনিয়ে নিল রাজস্থান। নিলামের প্রথম দফায় হতাশই হতে হল নাইট শিবিরকে।


যখন কেকেআরের অধিনায়ক ছিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার ধরনের বড় ভক্ত ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি অধিনায়ক থাকাকালীনই নাইট জার্সিতে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন সুনীল নারাইনআন্দ্রে রাসেল। কেকেআরে মেন্টর হিসাবে ফিরেও যে ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য ঝাঁপাবেন গৌতম গম্ভীর, সহজেই অনুমেয়। গৌতি বিশেষ করে নিশানা করেছিলেন রোভম্যান পাওয়েলকে। ক্যারিবিয়ান অলরাউন্ডারের বড় শট খেলার দক্ষতা, সঙ্গে বল হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার মুন্সিয়ানা, সব মিলিয়ে পাওয়েলের জন্য ঝাঁপায় কেকেআর।


কিন্তু লড়াই ছাড়েনি রাজস্থানও। শেষ পর্যন্ত দর কষাকষি চালিয়ে যায়। ৭ কোটি ২০ লক্ষ টাকা পর্যন্ত দর হেঁকেছিল কেকেআর। কিন্তু ৭ কোটি ৪০ লক্ষ টাকা দর হাঁকে রাজস্থান। কেকেআর লড়াই থেকে সরে দাঁড়ায়। ক্যারিবিয়ান তারকাকে ছিনিয়ে নেয় রাজস্থান।


অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্র্যাভিস হেডকে নিয়ে যে কাড়াকাড়ি চলবে, সেটা অনুমান করেছিলেন অনেকেই। হলও তাই। দুবাইয়ের নিলামে চড়া দামে বিক্রি হলেন ট্র্যাভিস হেড (Travis Head)। নিলামে ন্যূনতম দর রেখেছিলেন ২ কোটি টাকা। অকশনার যখন হেডের জন্য দর আমন্ত্রণ করেন, প্রথম মিনিট খানেক সকলেই নীরবে ছিলেন। যা দেখে অনেকেই হতবাক হয়ে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতীয় শিবিরে আঁধার নামিয়েছিলেন, সেই অজ়ি তারকা কি তাহলে অবিক্রিত থেকে যাবেন? দুবাইয়ের কোকা কোলা এরিনায় তখন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।


তবে অপেক্ষার অবসান ঘটাল সানরাইজার্স হায়দরাবাদ শিবির। দর হাঁকতে শুরু করল হেডের জন্য। সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ল মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। যেন তারা অপেক্ষাই করেছিল শিকারি বাঘের মতো। কখন লক্ষ্য আরও কাছে আসে, তার জন্য। দর হাঁকতে শুরু করল সিএসকে শিবির। যদিও শেষ হাসি তোলা রইল নিজামের শহরের জন্যই। ৬ কোটি ৮০ লক্ষ টাকায় হেডকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।


আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে