নয়াদিল্লি: এবারের আইপিএল-এর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স গতবারের মতো হয়নি। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে শেষ করে মুম্বই। রান রেটে কলকাতা নাইট রাইডার্সের থেকে পিছিয়ে থাকায় প্লে-অফে যেতে পারেননি রোহিতরা।
এবারের আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ার পর আগামী মরসুমের দলগঠনের বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে রোহিতদের উদ্দেশে পরামর্শ দিলেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে, নিলামে হার্দিক পাণ্ড্যকে ধরে রাখার উপর জোর দেওয়া উচিত নয় মুম্বইয়ের। তার বদলে কোন তিনজন ক্রিকেটারকে ধরে রাখার জন্য ঝাঁপানো উচিত, সে কথাও বলেছেন সহবাগ।
ভারতের এই প্রাক্তন ওপেনার বলেছেন, ‘আমার মনে হয়, ঈশান কিষাণ, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে ধরে রাখা উচিত মুম্বই ইন্ডিয়ান্সের। ঈশান লম্বা রেসের ঘোড়া। ওর বয়স কম। ফলে ও দীর্ঘদিন ধরে ভাল পারফরম্যান্স দেখাতে পারে। হার্দিক পাণ্ড্য যদি বল না করে, তাহলে ও নিলামে বেশি দর পাবে বলে মনে হয় না। ও চোটপ্রবণ ক্রিকেটার। ফলে ওকে দলে নেওয়ার আগে সবাই দু’বার ভাববে।’
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে নিজেদের শেষ দু’টি ম্যাচে জয় পায় মুম্বই। কিন্তু তারপরেও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেননি রোহিতরা। দলে একঝাঁক তারকা ক্রিকেটার থাকলেও, মুম্বইয়ের পারফরম্যান্স এবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে আগামী মরসুমের নিলামে ভেবেচিন্তে দলগঠন করতে হবে মুম্বইকে। ক্রিকেট মহলে খবর, আগামী মরসুমের জন্য অল্প কয়েকজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই কারণেই দলগঠনের বিষয়ে মুম্বইকে পরামর্শ দিয়েছেন সহবাগ। তিনি ঈশানের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, হার্দিক যদি নিজেকে ফিট করে তুলতে পারেন এবং বোলিং শুরু করেন, তাহলে কোনও দল তাঁকে নিতেই পারে।