কলকাতা: আইপিএলের (IPL) প্লে অফের যোগ্যটা অর্জন করবে কোন চার দল, তা নিয়ে অঙ্ক কষা চলছে। পয়েন্ট টেবিলে চলছে সাপলুডোর খেলা। প্লে অফের টিকিট পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছে কলকাতা নািট রাইডার্স ও রাজস্তান রয়্যালস। পরপর চার ম্যাচ জিতে আচমকাই প্লে অফের দৌড়ে ভেসে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর (RCB)। যদিও অঙ্ক বড় কঠিন। নিজেদের বাকি দুই ম্যাচ জেতার পাশাপাশি ফাফ ডুপ্লেসিদের প্রার্থনা করতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা দলের পরাজয় চেয়েও।


হাড্ডাহাড্ডি লড়াই চলছিল অরেঞ্জ ক্যাপ নিয়েও। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি পেলেন না বিরাট কোহলি। ৪৭ বলে ৯২ রান করে আউট হন তিনি। অরেঞ্জ ক্যাপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন কিংগ কোহলি।


চলতি আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ছশো রান পূর্ণ করেছিলেন কোহলি। ১২ ম্যাচে ১টি সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরি-সহ ৬৩৪ রান করেছেন তিনি। ৭০.৪৪ গড়ে রান করছেন রানমেশিন কোহলি। স্ট্রাইক রেট ১৫৩.৫১। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। আইপিএলে ওপেনার কোহলির সাফল্য যে সম্ভাবনাকে আরও পোক্ত করছে।


সপ্তদশ আইপিএলে অরেঞ্জ ক্যাপ নিয়ে চলছে বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে জোর টক্কর। কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ । যখন যে ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। যেমন এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির মাথায়। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ।


১১ ম্যাচে ৫৪১ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ১১ ম্যাচে ৫৩৩ রান করে তিনে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড। ১১ ম্যাচে ৪৭১ রান করে চারে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ১১ ম্যাচে ৪৬১ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?


আরও পড়ুন: আইপিএলের মাঝপথেই বলিউড অভিষেক কেকেআর তারকা আন্দ্রে রাসেলের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।